Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একটা পাতা পড়লে কি বটগাছের কিছু যায় আসে? শুভেন্দুকে কটাক্ষ পার্থর

মঙ্গলবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলের ত্যাগী নেতাদের কটাক্ষ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তাদের ঝরাপাতা সঙ্গে তুলনা করলেন। পার্থ বলেন, "একটা পাতা পড়লে বটগাছের কি কিছু…

Avatar

মঙ্গলবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলের ত্যাগী নেতাদের কটাক্ষ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তাদের ঝরাপাতা সঙ্গে তুলনা করলেন। পার্থ বলেন, “একটা পাতা পড়লে বটগাছের কি কিছু যায় আসে?” পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় আরো বলেন, “যারা তৃণমূল ছেড়ে গিয়েছেন, তারা বাংলার উন্নয়ন কে অবজ্ঞা করে গিয়েছেন। অনেকেই আসবে যাবে।” এরপরে তিনি প্রশ্ন তোলেন, “যদি বটগাছের একটা পাতা ঝরে যায় তাহলে কি কিছু যায় আসে?”

আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যে দলবদল এর হিড়িক চলছে। বহু নেতা তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য নাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), বৈশালী ডালমিয়া (Vaishali Dalmiya), শীলভদ্র দত্ত (Shilbhadra Dutta), প্রমূখ। পাশাপাশি আজ ডায়মন্ড হারবার এর বিধায়ক দীপক হালদার (Dipak Halder) তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। আজ আবার তৃণমূলে যোগ দিলেন চা শ্রমিক নেতা অলক চক্রবর্তী (Alok Chakraborty) এবং আদিবাসী নেত্রী জ্যোতি তিরকে (Jyoti Tirke)।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন তারা সকলে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে কড়া মনোভাব প্রদর্শন করছেন। তারা সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কে ভাইপো বলে আক্রমণ করছেন এবং তৃণমূলকে প্রাইভেট কোম্পানি বলে কটাক্ষ করে চলেছেন। এই মন্তব্যের বিরুদ্ধে এবার পার্থ চট্টোপাধ্যায় তাদেরকে পাল্টা কটাক্ষ করে বললেন, “এখন নির্বাচন দোরগোড়ায়। এতদিন থাকলেন… আর আজ তারা হঠাৎ সাধু হবার চেষ্টা করছেন! কেন?” পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন,” এরকম রথযাত্রা এর আগেও দেখেছি। কোন স্বপ্ন পূরণ হবে না।”

About Author