বলিউডবিনোদন

Parineeti-Raghav Engagement: অবশেষে বিয়ের পিঁড়িতে পরিণীতি, সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন আগেই

×
Advertisement

এই মুহূর্তে গোটা মিডিয়ামহলে শোরগোল ফেলেছে পরিণীতি চোপড়ার বাগদানের সংবাদ। জানা গিয়েছে, খুব শীঘ্রই আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সাথে নিজের বাগদান পর্ব সারতে পারেন অভিনেত্রী। এখন প্রায়ই মুম্বাইতেই একসাথে ধরা দিচ্ছেন তারা। এই মুহূর্তে একাধিকবার ডিনার ডেটে দেখা মিলেছে তাদের, লাঞ্চ ডেটেও দেখা দিচ্ছেন তারা। অবশ্য ইতিমধ্যেই তার একাধিক ঝলক পাপারাজিৎদের সূত্র ধরে প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। শোনা যাচ্ছে, চলতি মাসের মাঝামাঝি সময়ই সুখবর দিতে চলেছেন এই জুটি।

Advertisements
Advertisement

Advertisements

এপ্রিল মাসেই অভিনেত্রীর সাথে সম্পর্কের কথায় শিলমোহর দিয়েছিলেন রাঘব চাড্ডা। পাশাপাশি নিজেদের কাটানো একাধিক মুহূর্তের ঝলকও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি কারোরই। সূত্র মারফত খবর মিলেছে, আগামী ১৩’ই মে একেবারে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতেই নিজেদের বাগদানপর্ব সারবেন পরিণীতি-রাঘব। ইতিমধ্যেই আম আদমি পার্টির নেতা সঞ্জীব অরোরা তাদের নতুন শুরুর জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisements
Advertisement

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার সম্পর্ক নিয়ে মিডিয়ার পাতায় গুঞ্জন বহুদিনের। দীর্ঘদিনের ভালো বন্ধু তারা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একসাথে পড়াশোনাও করেছেন তারা। তবে এতদিন নিজেদের সম্পর্ককে গোপনেই রেখেছিলেন পরিণীতি-রাঘব। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল মেতে রয়েছে এই তারকা জুটির আসন্ন বাগদানপর্ব নিয়ে। অপেক্ষায় রয়েছেন বাগদানপর্বের ঝলকের জন্যও।

Related Articles

Back to top button