Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩ মাসের গর্ভবতী পরিণীতি চোপড়া? বেবি বাম্পের এমন ছবি সামনে এসেছে, দেখুন

গত বছর দীর্ঘদিনের প্রেমিক ও আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda)-র সাথে সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। পরিণীতি অভিনীত শেষ ফিল্ম ‘মিশন রানিগঞ্জ’-এর পর তাঁকে আর বড় পর্দায়…

Avatar

গত বছর দীর্ঘদিনের প্রেমিক ও আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda)-র সাথে সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। পরিণীতি অভিনীত শেষ ফিল্ম ‘মিশন রানিগঞ্জ’-এর পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, পরিণীতি আপাতত বলিউড থেকে কিছুটা বিরতি চান। যদিও পাপারাৎজিদের একাংশের স্পটলাইট সবসময়ই রয়েছে তাঁর দিকে। কিন্তু পরিণীতির এই সিদ্ধান্তে অনেকেই মনে করছেন, তিনি অন্তঃসত্ত্বা। এমনকি অনেকের মতে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন পরিণীতি। কয়েকটি বি গ্রেড ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, অভিনেত্রী প্রকৃতপক্ষে তিন মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় রাঘব কোনো প্রতিক্রিয়া না জানালেও যথেষ্ট ক্ষুব্ধ পরিণীতি।

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

বর্তমানে তিনি কোনো ফিল্মে অভিনয় করছেন না। তবে ফিটনেস সচেতন পরিণীতি। নায়িকা জানিয়েছেন, প্রচুর জাঙ্ক ফুড খাওয়ার কারণে তাঁর ওজন ষোল কেজি বেড়ে গিয়েছে। তবে এখানেও রয়েছে সারপ্রাইজ। তাঁর নতুন ফিল্ম ‘চমকিলা’-র জন্য ওজন বাড়াতে হয়েছিল পরিণীতিকে। এই ফিল্মের জন্য পরিণীতিকে গত ছয় মাসে মোট পনের কেজি ওজন বাড়াতে হয়েছে। ফিল্মের জন্য প্লে ব্যাক করতে হয়েছে পরিণীতিকে। এই কারণে প্রায় রোজই তাঁকে যেতে হত বিশিষ্ট সঙ্গীত পরিচালক এ.আর.রহমান (A.R.Rahman)-এর রেকর্ডিং স্টুডিওতে। পরিণীতি জানিয়েছেন, গত ছয় মাস ধরে তিনি এ.আর.রহমানের স্টুডিওতে যাতায়াত করেছেন ও বাড়িতে জাঙ্ক ফুড অর্ডার করে আনিয়েছেন এবং খেয়েছেন। তবে সবটাই ঘটেছে শুধুমাত্র ‘চমকিলা’-র জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

1988 সালে পঞ্জাবের বিখ্যাত গায়ক অমর সিং চমকিলা (Amar Singh Chamkila), তাঁর স্ত্রী অমরজ্যোত (Amarjyot) ও তাঁদের ব্যান্ড ট্রুপের দুই সদস্যকে হত্যা করা হয়েছিল। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কে বা কাদের হাত ছিল তা এখনও রহস্য। এই ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘চমকিলা’। ফিল্মে অমর সিং চমকিলার চরিত্রে অভিনয় করছেন দিলজিত দুসাঞ্জ (Diljeet Dosanjh)। এই ফিল্মটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলি (Imtiaz Ali)। ‘চমকিলা’-র সঙ্গীত পরিচালনা করছেন এ.আর.রহমান।

খুব শীঘ্র নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে ‘চমকিলা’। তবে পরিণীতি মুখ খুলেছেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়েও। এই গুঞ্জন নেহাতই গুজব তা জানিয়ে পরিণীতি বলেছেন, তিনি ও রাঘব একটি সন্তান দত্তক নিতে চান। বর্তমানে রীতিমত ওয়ার্কআউটের মাধ্যমে বাড়তি ওজন কমাতে ব্যস্ত পরিণীতি। আপাতত অন্তঃসত্ত্বা হওয়ার পরিকল্পনা নেই তাঁর বলে জানিয়েছেন নায়িকা।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)

Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।

About Author