নয়াদিল্লি: একবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ৬৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতির বিষয়ে মন্তব্য করার পরেই তাকে ফের ব্যাঙ্গবানে নিশানা করেন রাহুল গান্ধী। ভারতের এই টালমাটাল পরিস্থিতির মাধ্যমেই ৬৮তম “মন কি বাত” অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতির বিষয়ে জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি জানান, দেশে খুব শিগগিরই তৈরি হবে খেলনা হাব। তার বক্তব্য অনুযায়ী, “খেলনা তৈরির শিল্পেও ভারতবর্ষকে আত্মনির্ভর হতে হবে, খেলনা শুধু বিনোদনের শর্তপূরণ করেনা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “শিশুমনে সৃজনশীলতার প্রসার ঘটাতেও অগ্রণী ভূমিকা রয়েছে খেলনার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশিশুদের জন্য আরও বিপুল পরিমাণে খেলনা তৈরি করতে এগিয়ে আসতে হবে দেশকেই। বর্তমান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খেলনা শিল্পে ভারতের লগ্নি অনেকটাই কম। অন্যান্য দেশগুলি খেলনা শিল্পে ভারতের তুলনায় আরও বেশি লগ্নি করে থাকে। খেলনা আর খেলার মধ্যে দিয়েই শিশুদের পড়াশোনার ব্যাপের আরও আগ্রহী করে তুলতে হবে”।
আর এর পরেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীর মন কী বাত অনুষ্ঠানকে নিয়ে অনতিবিলম্বেই ট্যুইট করেন। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী পরীক্ষা নিয়ে আলোচনা করুন, এটাই চেয়েছিলেন নিট ও জয়েন্টের পরীক্ষার্থীরা। কিন্তু প্রধানমন্ত্রী খেলনা নিয়ে কথা বললেন”। #Mann_Ki_Nahi_Students_Ki_Baat এই হ্যাশট্যাগটাও লিখেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিছুদিন ধরেই নিট আর জেইই পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন বিরোধীপক্ষরা। তাদের মতে দেশে শিক্ষার্থীদের কথা একটু ভেবে দেখা উচিৎ কেন্দ্রীয় সরকারের। এবার সেই নিয়ে নতুন করে আরও একবার কটাক্ষ করলেন রাহুল গান্ধী।