Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্যান-আধার লিঙ্ক করুন এই তারিখের মধ্যে, নয়তো দিতে হতে পারে মোটা অংকের জরিমানা

প্যান ও আধার কার্ড সংশোধনের জন্য তারিখ বাড়ালো আয়কর দপ্তর। নতুন তারিখ অনুসারে আগামী ৩১শে মার্চ, ২০২০ এর মধ্যে প্যান এবং আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। আজ আয়কর…

Avatar

প্যান ও আধার কার্ড সংশোধনের জন্য তারিখ বাড়ালো আয়কর দপ্তর। নতুন তারিখ অনুসারে আগামী ৩১শে মার্চ, ২০২০ এর মধ্যে প্যান এবং আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। আজ আয়কর দপ্তরের তরফে একটি টুইট করা হয়। সেখানে একটি ভিডিও পোস্ট করা হয় আয়কর দপ্তরের তরফে। সেখানেই বলা হয়েছে ৩১শে মার্চের মধ্যে প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণ করতে হবে।

এদিনের টুইটে আয়কর দপ্তরের তরফে বলা হয়েছে, ‘সময়সীমা মিস করবেন না। ৩১শে মার্চের মধ্যে প্যান ও আধার লিংক করান। নয়তো পড়বেন সমস্যায়।’ এর আগেও একাধিকবার ডেডলাইন দেওয়া হয়েছিল, কিন্তু সকলে সংযুক্তিকরণ না করানোয় আবার নতুন ডেডলাইন দিয়েছে আয়কর দপ্তর। আয়কর দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল প্যান ও আধার কার্ড লিংক না করালে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এদিনের ভিডিওতে সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে আয়কর দপ্তর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নির্দিষ্ট সময় পর মুছে যাবে মেসেজ, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

নতুন নিয়মে প্যান কার্ড অকেজো হওয়ার পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানাও দিতে হতে পারে। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করাতে, আপনি কোন একটি NSDL বা UTITSL-এর প্যান সার্ভিস সেন্টারে যেতে পারেন অথবা বাড়িতে বসে বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমেও করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোন থেকে একটি এসএমএস পাঠাতে হবে। UIDPAN12digitAadhaar>10digitPAN> এই ফরম্যাটে 567678 বা 56161 নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। দুটি নম্বরের যেকোনো একটিতে পাঠালেই হবে।

আপনি চাইলে পোর্টালে গিয়েও আধার আর প্যান লিংক করতে পারেন। www.incometaxindiafiling.gov.in এই সাইটে গিয়েও করতে পারেন।  তবে অবশ্যই ৩১ মার্চের আগে করে নিন, নাহলে মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে।

About Author