দেশনিউজ

প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ালো কেন্দ্র, জানুন শেষ তারিখ

×
Advertisement

প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ালো কেন্দ্র। ২০২১ সালের ৩১শে মার্চ পর্যন্ত করা হলো নতুন সময়সীমা। এর আগে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার সময়সীমা ছিল ২০২০ এর ৩১শে মার্চ পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের জন্য লকডাউন জারি হয়ে যাওয়ায় সেই সময়সীমা বাড়িয়ে করা হয় ৩০শে জুন পর্যন্ত। কিন্তু আজ কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২১ এর ৩১শে মার্চ পর্যন্ত করা যাবে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক। একইসাথে আয়কর রিটার্ন করার সময়সীমাও বাড়িয়েছে কেন্দ্র। ২০২১ এর ৩১শে মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন ফাইল করা যাবে।

Advertisements
Advertisement

আয়কর বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক না করা থাকলে আয়কর রিটার্ন ফাইল করা যাবেনা। তাই, করদাতা সহ সকলের কাছেই কেন্দ্র আবেদন করেছে যত শীঘ্র সম্ভব প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করাতে। লকডাউন জারি থাকার জন্য ২০১৮-১৯ এর আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়িয়ে ৩০শে জুলাই করা হয়েছে এবং ২০১৯-২০ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়িয়ে ২০২১ এর ৩১শে মার্চ করা হয়েছে।

Advertisements

কিভাবে প্যান কার্ডের সাথে আধার লিংক করবেন দেখে নিন-

Advertisements
Advertisement

১. প্রথমে আয়কর দপ্তরের সাইটে যান। আয়কর দপ্তরের সাইটে গিয়ে কুইক লিংক সেকশন থেকে ‘লিংক আধার’ অপশনে ক্লিক করুন।

২. এরপর ওখানে আধার ও প্যান কার্ডের নম্বর এবং বাকি যে সমস্ত বিবরণ চাওয়া হবে সেগুলি যোগ করুন। এরপর সাবমিট করে দিন।

৩. এরপর UIDAI থেকে আপনার দেওয়া তথ্য ভেরিফিকেশন করে প্যান আধার সংযুক্তিকরণের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button