সম্প্রতি ভাইরাল হওয়া পালকের সাম্প্রতিক লুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছে গিয়েছে নেটজনতার অধিকাংশের কাছে। এই মুহূর্তে তার সেই লুকই তুমুল উষ্ণতা ছড়িয়েছে চারিধারে। ছবিতে অভিনেত্রী কন্যাকে ব্যাকলেস, জমকালো ব্রা-লেট ও সবুজ রঙের ঢিলা ঢালা প্যান্টে দেখা গিয়েছে। এই পোশাকে একেবারে মেসি লুক ক্যারি করেছেন তিনি। পাশাপাশি নিজের চোখে মুখে রেখেছিলেন আবেদনের ছাপও, যা তার ভক্তদের রাতের ঘুম করার জন্য যথেষ্ট। নেটদুনিয়ায় পালকের অনুরাগীরা তার এই সাম্প্রতিক রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন, তার ঝলক অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে। বলাই বাহুল্য, অভিনয় দুনিয়ায় পুরোপুরি আসার আগেই নেটনাগরিকদের উপর নিজের একটা আধিপত্য তৈরি করে ফেলেছেন শ্বেতা কন্যা পালক তিওয়ারি।
Palak Tiwari: ২২ বছর বয়সে সাহসী লুক দেখালেন পলক তিওয়ারি, দেখেই ঘাম ঝরছে ভক্তদের
বলিউডে পা রাখার আগেই অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ২২ বছর বয়সী কন্যা পালক তিওয়ারি এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন নেটদুনিয়ায়। কয়েকদিন আগেই তার একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে, যা বেজায় পছন্দ…

আরও পড়ুন