জম্মু কাশ্মীরে ফের হামলা। জানা যাচ্ছে গতকাল রাতে অর্থাৎ ৭ই নভেম্বর রাতে পাঁচ থেকে ছয় জন পাকিস্তান আর্মির জওয়ান লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতের সীমানায় প্রবেশ করে। ভারতের সীমানায় প্রবেশ করে তারা ভারতীয় জওয়ানদের ঘাটি লক্ষ্য করে গুলি চালাতে থাকে।
এই ঘটনায় একজন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গুলি চালিয়ে পালানোর সময় ভারতীয় জওয়ানদের পাল্টা গুলিতে পাকিস্তানের একজন সেনারও মৃত্যু হয় বলে জানা গেছে। এই ঘটনার পরেই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : নির্বাচনে বিপুল অর্থ ব্যায় করতে প্রস্তুত কংগ্রেস, টেক্কা শাসক দলকেও
গত কয়েকদিনের মধ্যে একাধিকবার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে খবর, একদল জঙ্গি এইসব এলাকায় হামলার পরিকল্পনা করছে। আর তাদেরই সহায়তা করছে পাকিস্তানের সেনাবাহিনী।