আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে ভারত। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রয়েছে ৫ পয়েন্ট। গতকাল প্রোটিয়াদের পরাজিত করে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। সুপার-১২ এর শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তাই সমীকরণ জটিল হলেও আশা ধরে রেখেছে পাকিস্তানী ক্রিকেটপ্রেমীরা।I’ll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match 🙂
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
T20 World Cup 2022: ‘ভারতকে হারালেই জিম্বাবুয়ের তরুণকে বিয়ে করবো’, বড় ঘোষণা পাক অভিনেত্রীর
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর লড়াই এখন তুঙ্গে। কারা পৌঁছাবে সেমিফাইনালে সেই অংক মেলাতে প্রস্তুত ক্রিকেট বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে গতকাল শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে পুরো পয়েন্টস টেবিলের হিসাব উলটপালট করেছে…

আরও পড়ুন