এদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন একদিনের বিশ্বকাপে পাকিস্তানের পাশাপাশি ভারতকেও ফেভারিট দল হিসেবে ঘোষণা করতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 2011 সালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারতের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল ব্লু-বাহিনী। ফলে 5ই অক্টোবর থেকে শুরু হতে চলা একদিনের বিশ্বকাপে ভারতীয় দল শুরুতেই শিরোপা অর্জনের দিকে এক ধাপ এগিয়ে রয়েছে।क्रिकेट विश्व कप के प्रैक्टिस मैच से पहले पाकिस्तान की क्रिकेट टीम हैदराबाद पहुंची।#CricketWorldCup2023 pic.twitter.com/BnR5vMUzwg
— ANI_HindiNews (@AHindinews) September 27, 2023
অবশেষে বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছালো পাকিস্তান, ৭ বছর পর ঘটল এই আশ্চর্যজনক ঘটনা – WORLD CUP
সরাসরি পাকিস্তান থেকে ভারতে পৌঁছানোর বদলে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে অবশেষে বিশ্বকাপ 2023 খেলতে ভারতে অবতরণ করেছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে বাবর আজমদের এক…

আরও পড়ুন