রাজৌরি: জম্মু-কাশ্মীরে বিভিন্ন জায়গায় লাগাতার উত্তপ্ত হয়ে রয়েছে। লাদাখে যখন ভারত চিন সীমান্তের অবস্থা বেশ উদ্বেগজনক, ঠিক তখনই ভূস্বর্গের পরিস্থিতিও একেবারে ভাল নয়। কখনও উরি, কখনও নাগরোটা, আবার কখনও রাজৌরি। সব জায়গায় পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। আজ, শুক্রবার একইভাবে পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজৌরি সুন্দরবনি সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলি চালানোর ঘটনায় ভারতীয় সেনাদের তরফ থেকে দুজনে সেনা প্রাণ হারিয়েছেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, পাক সেনাদের এই গুলি চালানোর ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন প্রেম বাহাদুর খাতরি ও সুখবীর সিং নামে দুই জওয়ান। পরবর্তী সময়ে তাঁরা দুজনই মারা যান বলে জানা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজৌরি এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার রাতে পুঞ্জ সেক্টরেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে। একের পর এক সংঘর্ষবিরতি চুক্তি কার্যত ভারতের কাছে পাকিস্তানকে আরও বিরক্তিকর করে তুলছে, এমনটা বলাই যায়।