Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনেতা আমির খানকে খুনি হিসেবে ঘোষনা করল পাক মিডিয়া, জানুন ঘটনার কারন

কৌশিক পোল্ল্যে: বলিউডের বিশিষ্ট অভিনেতা আমির খান নাকি খুনি! এমনটাই দাবি করল পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম। আসলে পুরো বিষয়টিই একটি ভ্রান্তিমূলক ঘটনা বা বলা চলে খবর বিভ্রাট। আসলে ভুলের সূত্রপাত…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের বিশিষ্ট অভিনেতা আমির খান নাকি খুনি! এমনটাই দাবি করল পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম। আসলে পুরো বিষয়টিই একটি ভ্রান্তিমূলক ঘটনা বা বলা চলে খবর বিভ্রাট। আসলে ভুলের সূত্রপাত ঘটে নামে সাদৃশ্য থাকায়। অভিনেতার নামের সঙ্গে হুবহু একই নামের এক দোষীকে নিয়েই মূলত নিউজটি কভার করা হয়।

ওই সংবাদ মাধ্যম খবরটি প্রচারের পূর্বে তার উপস্থাপনা তৈরি করান এক অনভিজ্ঞ সাংবাদিককে দিয়ে, যার জেরেই ঘটে যায় এই বড়সড় বিপত্তি। জনৈক সাংবাদিক খুনিকে না চিনেই শুধু নামে সাদৃশ্য থাকায় ভুলবশত আমির খানের ছবিটি লাগিয়ে দেন। যদিও দ্রুত নিজেদের ভুল বুঝতে পারেন মিডিয়া কর্তৃপক্ষ, কিন্তু ততক্ষনে যা হবার তা হয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই সংবাদ মিডিয়ার পরিবেশিত ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যার ফলে ভুল তথ্যটি সকলের সামনে আসে। বিশেষত ভারতে আমির খানের ভক্তরা এই ঘটনায় বেজায় চটেছেন, সংবাদ মাধ্যমে এই ভুলের তারা তীব্র নিন্দা জানিয়েছেন। নেটিজেনদের বক্তব্য, অজান্তেও এত বড় ভুল কাম্য নয়, যেখানে আমির খানের মতো তারকার নাম জড়িয়ে যায়।

উল্লেখ্য আসল খবরটি যাকে নিয়ে তিনি পাক আসামি আমির খান, যার মাথায় ছিল খুনের দায়, কিন্তু টানা ১৭ বছর পর তিনি বেকসুর খালাস হন। এই খবরটি কভার করতেই তার ছবির বদলে আমিরের ছবি ভুলবশত দেখানো হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মাধ্যমে খিল্লি শুরু হয় এবং মিডিয়া সংস্থাটি ভয়ানক ট্রোলের শিকার হয়।

About Author