টেক বার্তা

প্রচন্ড গরমে প্যাচপ্যাচে আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছেন? মাত্র ৫,০০০ টাকায় এসির মজা দেবে এই যন্ত্রটি

এই যন্ত্রটি আজকাল বাজারে বেশ ভালো চলছে

Advertisement
Advertisement

ভারতের বর্তমান আবহাওয়ার নিরিখে এখন আর্দ্রতা একটা বিরাট সমস্যা হয়ে উঠছে। আর্দ্রতার কারণে অনেকেই বেশ চিন্তিত। অনেকেই চাইছেন এই আর্দ্রতা থেকে রেহাই পেতে। তবে এই রেহাই পাওয়ার রাস্তাটা এতটা সোজা না। আর্দ্রতা কাটানো এমন কিছু সহজ পদ্ধতি কিন্তু না। এখন এই ওয়েদারে এসি কাজ করেনা। আর আর্দ্রতা কমানোর জন্য কোনদিন কুলার ফ্যান ভালো না। তাই এবারে বাজারে এসে গেলো একটা আধুনিক যন্ত্র যেটাকে আপনি ব্যবহার করতে পারবেন বাতাসের আর্দ্রতা কাটানোর জন্য, যাতে আপনার একদিকে ঠান্ডা হবে আবহাওয়া, অন্যদিকে আবার আপনার ঘাম হবেনা।

Advertisement
Advertisement

আমরা এখানে যে ডিভাইসটি সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি তার নাম হল ডি-হিউমিডিফায়ার। এই ডিভাইসটি চিপচিপে গরম থেকে আপনাকে সুরক্ষা দিয়ে থাকে। কুলার ফ্যানের সাথে কাজ করে ঘরকে ঠান্ডা করে এই ডিভাইসটি। এমনকি আপনাকে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে না এবং এই ব্যাপক গরম মুক্তি পাবেন। ডি-হিউমিডিফায়ার এখন সহজেই বাজারে পাওয়া যায় এবং এর দামও বেশ কম। আপনি আপনার রুমের আকার এবং প্রয়োজন অনুযায়ী এটি কিনতে পারেন। বাজারে এর দাম শুরু হয় ৫,০০০ টাকা থেকে। একই সময়ে, এয়ার কন্ডিশনারের দাম প্রায় ৩০,০০০ টাকা। সুতরাং বলতে গেলে, এটা কিনলে আপনার লাভ অনেক বেশি হবে।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি যে, একটি ডি-হিউমিডিফায়ার কিছুটা এয়ার কন্ডিশনারের মতোই কাজ করে। এটি ঘরে উপস্থিত আর্দ্রতা শোষণ করে। এ কারণে কুলার ও ফ্যানের বাতাসও ঠাণ্ডা হতে থাকে। ঘরের আর্দ্রতা সরাসরি ডি-হিউমিডিফায়ারেই জমা হয়। একটি বিশেষ সিস্টেম ব্যবহার করে বৃষ্টির পরের আর্দ্রতা নির্মূল করে এই যন্ত্রটি। তাই যদি এখন আপনিও এই গরম নিয়ে সমস্যায় থাকেন, তাহলে এক্ষুনি বাড়িতে নিয়ে আসুন একটি De-Humidifier।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button