এইবার সামনে চলে আসল এক চাকার মোটর সাইকেল। কি ভাবছেন? এটাও সম্ভব নাকি? দুটো চাকা না থাকলে ব্যালেন্স কি করে হবে? কিন্তু এই মোটর সাইকেল চলবে এক চাকার ওপরেই। এই বাইকে আবার দেওয়া হয়েছে পিলিয়ন সিট। তবে সেটি কতটা কার্যকর তা সময় আসলেই জানা যাবে। তবে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ডুকাটি মিনিস্টার বাইক থেকে অনুপ্রাণিত।
এই বাইক এক বার চার্জ দিলে চলবে ১০০ কিমি পর্যন্ত, এমনটাই দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। ফুল চার্জ হতে সময় নেবে ৩ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত। এটর সবচেয়ে বেশি স্পিড ৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। বলা বাহুল্য, বাইকটির ওজন কেবল ৪০ কেজি। এতদিন হয়তো এক চাকার মোটরসাইকেল আপনি দেখে থাকবেন কেবল সার্কাসে। কিন্তু এইবার রাস্তায় চলবে এক চাকার বাইক। আর এই বাইক বাজারে আনল আলিবার গ্রুপ অফ কোম্পানি। তবে এই বাইক কেবল একজন বসে চালানোর জন বানানো হয়েছে। অর্থাৎ দুই জনের কোনও স্থান এখানে দেওয়া হয়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকরোনা পরিস্থিতি এবং পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে এখন অনেকটাই চাহিদা বেড়েছে ইলেকট্রিক বাইক এবং গাড়ির। তবে এই এক চাকার ইলেকট্রিক মোটরসাইকেল এরই মধ্যে সকলের নজর কেড়েছে বলা চলে। চালক সামনে ঝুঁকলে নিজে নিজেই স্পিড বাড়াবে এই ই- মোটরবাইক। আর অন্যদিকে পিছনের দিকে ঝুঁকলে গতি কমবে ।