Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, এই রাজ্যে মহার্ঘ ভাতা বাড়লো এক ধাক্কায় ৩ শতাংশ

দুর্গাপূজার আগেই সরকারি কর্মচারীদের জন্য এলো নতুন সুখবর। উৎসবের মরশুম শুরু হবার আগে উড়িষ্যা সরকার সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করে দিয়েছে অতিরিক্ত মহার্ঘ ভাতা। বিজ্ঞপ্তি অনুসারে উড়িষ্যার রাজ্য…

Avatar

দুর্গাপূজার আগেই সরকারি কর্মচারীদের জন্য এলো নতুন সুখবর। উৎসবের মরশুম শুরু হবার আগে উড়িষ্যা সরকার সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করে দিয়েছে অতিরিক্ত মহার্ঘ ভাতা। বিজ্ঞপ্তি অনুসারে উড়িষ্যার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায় গতকাল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার প্রস্তাব অনুমোদন করে দিয়েছেন। এই মহার্ঘ ভাতা বৃদ্ধি ফলে এবারে উড়িষ্যায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়ে যাবে ৩৪ শতাংশ। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে পর্যন্ত ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন ওড়িশা সরকারি কর্মচারীরা।

মহার্ঘ ভাতা বৃদ্ধি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, কর্মচারীরা আট মাসের বকেয়া ডিএ পেয়ে যাবেন একসাথে। এদিকে শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে মোদি সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। সরকার এই নতুন ঘোষণা করলে জুলাই এবং আগস্ট মাসের বকেয়া মহার্ঘ ভাতার টাকা সেপ্টেম্বর মাসে বেতনের সঙ্গে প্রবেশ করে যাবে একাউন্টে। সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সুবিধা পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যে কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন ৫৬ হাজার ৯০০ টাকা, তারা মহার্ঘ ভাতা বৃদ্ধির পর ৩৮ শতাংশ হারে ২১৬২২ টাকা করে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। বর্তমানে এই কর্মচারীরা ৩৪% হারে ১৯ হাজার ৩৪৬ টাকা মহার্ঘ ভাতা পাচ্ছেন। অর্থাৎ চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর বেতন বৃদ্ধি পাবে ২২৭৬ টাকা। অর্থাৎ বাৎসরিক হারে ২৭ হাজার ৩১২ টাকা বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন।

About Author