Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কারেন্টের বেশি বিল এলেও আর চিন্তা নেই, ঘরে বসে সহজ কিস্তিতে করতে পারবেন পরিশোধ

বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর। বেশি বিল হলে, পেমেন্টের সমস্যা হলে টেনশন নেওয়ার দরকার নেই। এখন আপনি ক্রেডিট কার্ড দিয়ে সহজ কিস্তিতে অরেঞ্জ পে অ্যাপের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে…

Avatar

বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর। বেশি বিল হলে, পেমেন্টের সমস্যা হলে টেনশন নেওয়ার দরকার নেই। এখন আপনি ক্রেডিট কার্ড দিয়ে সহজ কিস্তিতে অরেঞ্জ পে অ্যাপের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিহারের পূর্ণিয়ায় বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের জন্য অরেঞ্জ পে অ্যাপ চালু করেছে।

বিদ্যুৎ বিভাগের অরেঞ্জ পে অফিসার প্রসূন কুমার বলেছেন, শুধু পূর্ণিয়া নয়, উত্তর বিহারের যে কোনও বিদ্যুৎ গ্রাহক অরেঞ্জ পে-এর মাধ্যমে সহজ কিস্তিতে তাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। শুধু এজন্য বিদ্যুৎ গ্রাহকদের ক্রেডিট কার্ড থাকতে হবে। অরেঞ্জ পে’র মাধ্যমে যেকোনো বিদ্যুৎ গ্রাহক সহজ কিস্তিতে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। তবে অরেঞ্জ পে অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ জমা দিতে গ্রাহকদের ক্রেডিট কার্ড থাকতে হবে। তাদের যে কোনো ব্যাংকের অ্যাক্টিভ ক্রেডিট কার্ড থাকলেই হবে। তবেই তারা অরেঞ্জ পে’র মাধ্যমে সহজ কিস্তিতে তাদের বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কারেন্টের বেশি বিল এলেও আর চিন্তা নেই, ঘরে বসে সহজ কিস্তিতে করতে পারবেন পরিশোধ

এর আগে বিদ্যুৎ বিল বেশি হলে সহজ কিস্তিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে বিদ্যুৎ অফিসে যেতে হতো গ্রাহকদের। এছাড়াও, তাদের আংশিক অর্থ প্রদানের জন্য আবেদন এবং অনুরোধ করতে হতো ।তবে অরেঞ্জ পে প্রবর্তনের সাথে সাথে বিদ্যুৎ গ্রাহকদের আর অফিসে যেতে হবে না। তারা নিজেরাই সহজ কিস্তিতে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন।

অরেঞ্জ পে অফিসার প্রসূন কুমার জানিয়েছেন, অরেঞ্জ পে আসার পর বিদ্যুৎ বিল সংক্রান্ত নানা ধরনের জালিয়াতি রোধেও এটি কার্যকর প্রমাণিত হবে। মাত্র ২ থেকে ৪ দিনের মধ্যে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে পশ মেশিন সহ অরেঞ্জ পে অনুমোদিত কর্মকর্তাদের ঘরে ঘরে পাঠানো হবে। যাতে বিদ্যুৎ গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা পেতে পারেন এবং তারা বিল পরিশোধ করতে পারবেন।

About Author