Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নারীরা বিবাহ না করেই কিভাবে কাটিয়ে দিচ্ছে সারাজীবন! উঠে এসেছে বেশ কিছু অবাক করা তথ্য

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : একটা সময় পরে সকলকেই বিয়ে করে সংসার জীবনে ঢুকে যেতে হয়। সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে এই নিয়ম। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : একটা সময় পরে সকলকেই বিয়ে করে সংসার জীবনে ঢুকে যেতে হয়। সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে এই নিয়ম। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিবাহ না করে অনেকেই একা একাই কাটিয়ে দিচ্ছেন সারাজীবন। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে যে, বিশেষ করে নারীরা বিবাহ না করেই কাটিয়ে দিচ্ছেন তাদের সারাজীবনটা। কিন্তু কেনো তারা এমন করছে? সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু অবাক করা তথ্য। জেনে নিন-

১. সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নারীদের কঠিন পরিশ্রম করতে হয়। সবার ক্ষেত্রে একরকম না হলেও, বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় পুরুষ সঙ্গীর একগুয়েমি আর জেদের কাছে হার মেনে নারীকে অনেক কিছু মেনে নিতে হয় ইচ্ছের বিরুদ্ধে। আর সমাজের চাপ তো সবসময় নারীদের বিপক্ষেই থাকে। এই কারণে অনেকেই একটা সময় পর আলাদা থাকা শুরু করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. অনেকসময় নারীরা নানা রকম অত্যাচারে তিতিবিরক্ত হয়ে পড়ে একা থাকতে শুরু করে। গবেষণায় দেখা গেছে ৪৫ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে ৩২ ভাগ নারী সঙ্গীহীন জীবনে সুখী। পক্ষান্তরে মাত্র ১৯ ভাগ পুরুষ এ বয়সে নারীসঙ্গ ছাড়া সুখী।

৩. যেসব নারীরা সন্তান জন্মের পর ডির্ভোস নেয় বা দেয়, তাদের সব ভালবাসা উপড়ে পড়ে তার সন্তানের জন্য। আর তখন সঙ্গীহীন থাকতে সমস্যা হয় না তাদের। এটাও একটা বড় কারণ একা সুখে থাকার।

About Author