Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১৪ জন যাত্রী নিয়ে উড়ল লন্ডন-কলকাতা বিমান

কলকাতা: বহু বছর পর ফের চালু হয়েছে লন্ডন থেকে কলকাতা এয়ার ইন্ডিয়ার বিমান। তবে এই উড়ানে বুধবার গভীর রাতে শহরে এসেছেন মাত্র ১৪ জন যাত্রী৷ এর মধ্যে ১২ জন ইকনমি…

Avatar

কলকাতা: বহু বছর পর ফের চালু হয়েছে লন্ডন থেকে কলকাতা এয়ার ইন্ডিয়ার বিমান। তবে এই উড়ানে বুধবার গভীর রাতে শহরে এসেছেন মাত্র ১৪ জন যাত্রী৷ এর মধ্যে ১২ জন ইকনমি ক্লাসে অন্য দু’জন ছিলেন বিজনেস ক্লাস-এ৷কিন্তু করোনা আবহে বহু বছর পর এই বিমান পরিষেবা চালু হলেও সেই নিয়ে যথেষ্ট চিন্তায় রয়ে গেছেন বিমান সংস্থারা।  বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনারের মতো বড় বিমানে এত কম সংখ্যায় যাত্রী হলে বিমানসংস্থার জন্য তা যথেষ্ট চিন্তার বিষয় ৷ নিয়ম অনুযায়ী বিমান ছাড়ার আগে ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করানোর নিয়ম৷ এবং তার কিন্তু সেই সার্টিফিকেট অনেক যাত্রীই ঠিক সময়ে না পাওয়ার কারণে এদিন লন্ডন-কলকাতার বিমানে বসতে পারেননি৷পরে সবমিলিয়ে ২৮ জন যাত্রী টিকিট কাটলেও সময় মতো কোভিড নেগেটিভ সার্টিফিকেট জোগাড় করতে না পারায় অবশেষে বুধবার এই বিমানে যাত্রা করতে সুযোগ পান মাত্র ১৪ জন যাত্রী।
About Author