Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার সহজ পদ্ধতিতে আপনার আধার কার্ড ডাউনলোড করুন!

বর্তমানে দৈনন্দিন জীবনে সঙ্গে একটি বৈধ পরিচয় পত্র থাকা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আধার কার্ড অথবা ভোটার কার্ড সঙ্গে থাকলে হারিয়ে যাওয়ার ভয়ও রয়েছে। তার থেকে ই-আধার কার্ডটি ডাউনলোড করে মোবাইলে…

Avatar

বর্তমানে দৈনন্দিন জীবনে সঙ্গে একটি বৈধ পরিচয় পত্র থাকা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আধার কার্ড অথবা ভোটার কার্ড সঙ্গে থাকলে হারিয়ে যাওয়ার ভয়ও রয়েছে। তার থেকে ই-আধার কার্ডটি ডাউনলোড করে মোবাইলে রেখে দেওয়া অনেক সুবিধাজনক। অনেকে আবার আধার কার্ড সংশোধনের জন্য আবেদন করেছেন, কিন্তু হার্ড কপিটি এখনও পাননি, তারাও তাদের মোবাইলে নতুন আধার কার্ড ডাউনলোড করে রাখতে পারে।

• অনলাইনে আধার কার্ড ডাউনলোড করার পদ্ধতি:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) ইউআইডিএআইয়ের ওয়েবসাইট : www.uidai.gov.in-এ যেতে হবে।
২) তারপর ‘মাই আধার’ ট্যাবে ‘ডাউনলোড আধার’ অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) সেখানে গিয়ে অ্যাকনলেজমেন্ট স্লিপে উল্লেখিত এনরোলমেন্ট আইডি অথবা ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে। অথবা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি এবং ক্য়াপচা কোড দিতে হবে।
৪) ‘সেন্ড ওটিপি’ -তে ক্লিক করতে হবে। ওটিপিটি ১০ মিনিটের জন্য বৈধ থাকবে।
৫) ওটিপি দেওয়ার পর ‘ভেরিফাই অ্যান্ড ডাউনলোড’-এ ক্লিক করে আধার ডাউনলোড করতে হবে।
৬) ডাউনলোড হওয়া পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড সুরক্ষিত। এই পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড হল আধার কার্ডে উল্লেখিত নামের প্রথম চারটি অক্ষর এবং ‘YYY’ ফর্ম্যাটে জন্মের বছর। উদাহরণস্বরূপ- আধার কার্ডে উল্লেখিত নাম যদি Pulak হয় এবং জন্মের বছর 1990 হয়, তবে পাসওয়ার্ড হবে ‘PULA1990’।

About Author