Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফাঁস হয়ে গেল OnePlus 12 Smartphone-এর প্রচুর তথ্য, বাজার গরম করে দেওয়ার মতো ফিচার থাকবে ফোনে

ওয়ানপ্লাস স্মার্টফোন ভারতীয় বাজারে খুব পছন্দ করা হয়। কম দামে প্রিমিয়াম ফিচারযুক্ত স্মার্টফোন সরবরাহ করে প্রতিষ্ঠানটি। বাজেট, ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম এই তিনটি বিভাগেই একাধিক অসাধারণ স্মার্টফোন পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটির। এখন…

Avatar

ওয়ানপ্লাস স্মার্টফোন ভারতীয় বাজারে খুব পছন্দ করা হয়। কম দামে প্রিমিয়াম ফিচারযুক্ত স্মার্টফোন সরবরাহ করে প্রতিষ্ঠানটি। বাজেট, ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম এই তিনটি বিভাগেই একাধিক অসাধারণ স্মার্টফোন পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটির। এখন ওয়ানপ্লাস তাদের নতুন OnePlus 12 Smartphone লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও এই স্মার্টফোনটি লঞ্চ করার জন্য এখনও কিছুটা সময় আছে, তবে এর আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে।

ওয়ানপ্লাস আগামী বছর OnePlus 12 লঞ্চ করতে পারে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এরই মধ্যে এর বিস্তারিত বেরিয়ে আসতে শুরু করেছে। আসন্ন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। OnePlus 12 এর রেন্ডার ফাঁস হয়েছে, যাতে এই স্মার্টফোনের ডিজাইনের পাশাপাশি এর চার্জিং ও ডিসপ্লে সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। OnePlus 12 কোম্পানির OnePlus 11 এর আপগ্রেড সংস্করণ হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

OnePlus 12 Smartphone

ওয়ানপ্লাস ১১ এর তুলনায় ওয়ানপ্লাস ১২ এর ডিজাইনে খুব বেশি পার্থক্য নেই। এতে ডান দিকে অ্যালার্ট স্লাইডার ও পাওয়ার এস্কেপ করা হয়েছে। ভলিউম রকার্স বোতামগুলি এর বাম দিকে পাওয়া যাবে। পেছনের প্যানেলটি তৈরি করা হয়েছে কাচের ডিজাইনে। ওয়ানপ্লাস ১২ লঞ্চ হবে খুব পাতলা বেজেল দিয়ে। ব্যাক প্যানেলেও ওয়ানপ্লাস ১১ এর মতো বৃত্তাকার ডিজাইনে ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা সেটআপে ব্যবহারকারীরা দুটি নিয়মিত সেন্সর এবং একটি পেরিস্কোপ সেন্সর পান। ব্যবহারকারীরা ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশও পাবেন। পাশাপাশি এতে ৫০-৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। এছাড়াও এতে থাকবে ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসতে পারে। পাশাপাশি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও দেওয়া হয়েছে এই ডিভাইসে। এর ডিসপ্লে হবে ২কে রেজোলিউশনের, যাতে পাওয়া যাবে ওএলইডি ডিসপ্লে প্যানেল। এতে গ্রাহকরা পাবেন বড় আকারের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এর সাপোর্ট পেতে পারেন।

About Author