দেশনিউজ

গিলে নিল সাপের বাচ্চা, চিকিৎসায় প্রাণে বাঁচলো এক বছরের শিশু

×
Advertisement

বারেলি: কথায় বলে শিশু মন ভয় হিংসার উপরে। তাই হয়তো খেলার ছলেই নিজের মুখে পুরে নিয়েছিলো সাপের বাচ্চার অর্ধেক অংশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার ফতেহগঞ্জ এলাকায়। শনিবার সন্ধ্যায় বাড়ির উঠোনে খেলা করছিল এক বছরের শিশু। হঠাত তার মার নজরে আসে মুখের মধ্যে কী যেন একটা ঢুকাচ্ছে তার এক বছরের সন্তান।

Advertisements
Advertisement

সামনে এসে দেখতেই খানিক আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। কারণ ততক্ষণে সাপের অর্ধেক অংশ ঢুকে গেছে শিশুটির মুখে। এরপরেই কোনও রকমে ওই অংশটি টেনে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।

Advertisements

স্থানীয় বাসিন্দারা জানান, ফতেহগঞ্জ এলাকার ভোলাপুর গ্রামের বাসিন্দা তাঁর এক বছরের ছেলে দেবেন্দ্র একা একাই বাইরে খেলা করছিলো। তখন হঠাতই ধর্মপালের স্ত্রী সোমবতী দেখে তার ছেলের মুখে কিছু একটা রয়েছে। সামনে গিয়ে দেবেন্দ্রের মুখ খুলতেই নজরে আসে, একটা ছোট্ট সাপের বাচ্চা। এরপরেই কোনোরকমে সাপটি বার করে দেবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisements
Advertisement

হাসপাতাল যাওয়া মাত্রই চিকিৎসকেরা ছোট্ট দেবেন্দ্রকে সর্পবিষনাশক একটি ইনজেকশন দেন।  তবে এখন ছোট্ট দেবেন্দ্র সম্পূর্ণ বিপদমুক্ত। তাকে এখনো হাসপাতালেই রাখা হয়েছে। চিকিৎসকরা জানান ঠিক সময়ে নিয়ে আসার জন্য প্রাণে বেঁচে গেছেন ওই খুদে।

Related Articles

Back to top button