Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক কাপটি ব্যাগ দিয়ে তৈরি চায়ে শরীরে ঢুকছে ১১০০ কোটি বিষাক্ত প্লাস্টিক কণা! জানালো সমীক্ষা!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ঘুম থেকে উঠে এককাপ গরম চা না হলে অনেকেরই দিন শুরু হয় না। কারও আবার সারাদিনই ঘুরতে ফিরতে বেশ কয়েক কাপ চা না…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ঘুম থেকে উঠে এককাপ গরম চা না হলে অনেকেরই দিন শুরু হয় না। কারও আবার সারাদিনই ঘুরতে ফিরতে বেশ কয়েক কাপ চা না হলে চলে না। সাধারণ উপায়ে চা বানানো ছাড়াও এখন বেশিরভাগ মানুষই টি ব্যাগের উপর ভরসা করেন। টি ব্যাগ গরম জলে ডুবিয়ে চা তৈরি করে পান করেন। সম্প্রতি এই টি ব্যাগ নিয়েই উঠে এলো এক সতর্কতা বার্তা। প্লাস্টিকে তৈরি টি ব্যাগ নিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের রাসায়ন বিভাগের অধ্যাপক নাথালি টুফেঙ্কজি পরীক্ষা করে দেখেন, টি ব্যাগ ব্যবহার করলে এক কাপ চায়ে ১১০০ কোটি প্লাস্টিক কণা আমাদের শরীরে ঢোকে। এই প্ল্যাস্টিকে তৈরি টি ব্যাগ গুলি জলে ডোবালে সেখান থেকে অসংখ্য প্লাস্টিকের কণা চায়ের মধ্যে মিশে যায়। ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামক শীর্ষক পত্রিকায় এই খবর সামনে এসেছে। অধ্যাপক নাথালি সেখানে বলেছেন, বেশ কিছু কোম্পানি কাগজের বদলে প্লাস্টিক দিয়ে বানাচ্ছে এই টি ব্যাগ গুলো। আর সেই টি ব্যাগ গুলো গরম জলে ডোবালে তার থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা চায়ে মিশে আমাদের শরীরে প্রবেশ করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অধ্যাপক নাথালির মতে টিব্যাগে যে পিনের সাহায্যে সুতো আটকানো থাকে, সেই পিনও আমাদের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর হতে পারে। শুধু অধ্যাপক নাথালিই নন, অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানীও এই টি ব্যাগের ক্ষতিকর দিক সম্বন্ধে বলেছেন। ফুড সেফটি অ্যান্ড স্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া বা FSSI এই বিষয়ে চা তৈরির কোম্পানি গুলোর সাথে কথা বলে, তাদের কাগজের টি ব্যাগ সঠিকভাবে বানানোর পরামর্শ দিয়েছে। অধ্যাপক নাথালির মতে এই বিষয়ে সতর্কতাই হতে পারে একমাত্র পথ।

About Author