Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হুবহু অক্ষয় কুমারের মতন দেখতে একজনকে ঘিরে নেটে চাঞ্চল্য ছড়ালো। আসুন দেখে নেওয়া যাক ব্যাপারটা আসলে কি

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : অক্ষয় কুমার হলেন হিন্দি সিনেমার একজন বিখ্যাত অভিনেতা ।তার বেশিরভাগ সিনেমায় মানুষের মন কেড়ে নেয়। তার অভিনয় যেমন সুন্দর তিনি বাস্তবেও সুন্দর মনের অধিকারী।…

Avatar

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : অক্ষয় কুমার হলেন হিন্দি সিনেমার একজন বিখ্যাত অভিনেতা ।তার বেশিরভাগ সিনেমায় মানুষের মন কেড়ে নেয়। তার অভিনয় যেমন সুন্দর তিনি বাস্তবেও সুন্দর মনের অধিকারী।

কিছুদিন আগে নেটে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে যে ব্যক্তিটি রয়েছে সেটি অবিকল অক্ষয় কুমারের মতো দেখতে। অনেকে মনে করছেন বয়স হয়ে গেলে অক্ষয় কুমারকে ঠিক ওই মানুষটির মতই দেখতে লাগবে। চেহারায় পুরোপুরি মিল না থাকলেও চেহারার গঠনে অনেকটাই মিল রয়েছে।আর এই মানুষটিকে নিয়ে সবার প্রশ্ন জেগে উঠেছে যে এটা অক্ষয় কুমার কিনা? কিন্তু মানুষটি হলো রোগা এবং অক্ষয় কুমার হলেন লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। এই বিষয় নিয়েও অনেকে মতামত জানাচ্ছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যিনি এই ছবিটি পোস্ট করেছেন তার কথাই সব সন্দেহের অবসান ঘটেছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে ছবিতে যিনি রয়েছেন তিনি মাজীদ মির। মাজীদ মীর কাশ্মীরে বাস করেন।

যিনি এই ফটোটি পোস্ট করেছেন তিনি এটাও বলেছেন যে ফটোটি ফটোশপ করা না। এটি নিজস্ব চিত্র।

About Author