পূর্ব বর্ধমান : পেঁয়াজের এখন যা দাম তাতে যদি কোনভাবে ফ্রিতে এক কিলো পেঁয়াজ পাওয়া যায় তাতে মন্দ হয় না। তবে এক কিলো পেঁয়াজ উপহার পেতে গেলে আপনি যদি বাইক চলেন আপনাকে পরতে হবে হেলমেট এবং এই হেলমেট পরলেই, আপনি ট্রাফিক পুলিশের হাত থেকে এক কেজি পেঁয়াজ পেতে পারেন।
এমন অভিনব চিন্তাভাবনা গ্রহণ করেছেন পূর্ব বর্ধমানের পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি ক্লাবের সদস্য রা।এমন উদ্যোগকে সাধুবাদ না জানালেই নয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১ কেজি পেঁয়াজ পাওয়ার জন্য মানুষ যদি একটু সচেতন হয়ে হেলমেট পরেন তাহলে ক্ষতি কি? এর ফলে মানুষ হয়তো কিছুদিনের জন্য হলেও সচেতন হবেন। দুর্ঘটনা থেকে মানুষকে প্রাণ বাঁচানো সম্ভব হবে।