দিঘা: পুজো আসতে আর মাত্র ছটাদিন বাকি। আর তার আগেই বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল সমুদ্র সৈকত দিঘা। সমুদ্রে মাছ ধরে ফেরার পথে ট্রলারডুবি হয়। ট্রলারে ছিলেন ন’জন মৎস্যজীবী। তারমধ্যে আটজন কোনওমতে সাঁতরে প্রাণে বেঁচে ফিরতে পারলেও, একজন নিখোঁজ হয়ে যান। তবে জোয়ারের সময় শঙ্করপুরের সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবীর দেহ ভেসে ওঠে।
জানা গিয়েছে, মাছ ধরে ফেরার পথে দিঘা মোহনার কাছে সমুদ্রের চড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায় ‘মা মহামায়া’ নামের ট্রলারটি। যেসকল মৎস্যজীবী ওই ট্রলারে ছিলেন, তাদের মধ্যে একজনের মৃত্যু এবং বাকি আটজন ফিরে এলেও ট্রলারটির এখনও খোঁজ মেলেনি। তবে ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএ বিষয়ে ট্রলার মালিক জানিয়েছেন, প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিয়ে ফিরছিল ট্রলারটি। ডুবে যাওয়ার ফলে পুরো ট্রলারটি-ই নষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে বিপুল অর্থের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক।