বিনোদন

খাবারের পয়সা ছিল না একটা সময়, আজ মনোজ তিওয়ারি ভোজপুরি ইন্ড্রাস্ট্রির সবচেয়ে ধনী অভিনেতা

মনোজ তিওয়ারি বর্তমানে এক বিশিষ্ট রাজনীতিবিদ ও লোকসভার সদস্য

×
Advertisement

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নায়ক হলেন মনোজ তিওয়ারি। তার ফ্যান ফলোইং সত্যিই অবাক করে দিতে পারে আপনাকে।

Advertisements
Advertisement

বেশ কয়েকটি ভোজপুরি সিনেমাতে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন এই তারকা মনোজ তিওয়ারি। তবে বর্তমানে খুব একটা বেশি সিনেমাতে কাজ করতে দেখা যায় না এই অভিনেতাকে। আসলে তিনি বর্তমানে রাজনীতিতে মন দিয়েছেন। তিনি একজন লোকসভার সদস্য। তবে মনোজ তিওয়ারির জীবনের সাফল্যের পিছনে রয়েছে অনেক না জানা কথা। অনেক কষ্ট করে তিনি আজকের এই সাফল্যের চূড়ায় এসে পৌঁছেছেন। মনোজ তিওয়ারির জীবনের ওঠা নামার গল্প জানতে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

Advertisements

Advertisements
Advertisement

মনোজ তিওয়ারি বিহারের এমন একটি গ্রামের বাসিন্দা যেখানে পড়াশোনার অনেক অভাব ছিল এবং কোনওভাবে এই অভিনেতা তার প্রাথমিক পড়াশোনা শেষ করেছিলেন। প্রাথমিক শিক্ষা সম্পন্ন হলেই তিনি বিনোদন জগতের সাথে জড়িত হতে শুরু করেন। মনোজ তিওয়ারি তার জীবনের প্রথম ছবি ‘সাসুরা বড় পয়সা ওয়ালা’ দিয়ে কাজ শুরু করেছিলেন। তারপর থেকে মনোজ তিওয়ারিকে পিছনে ফিরে তাকাতে হয়নি। কারণ এই অভিনেতার ভিতরে এত প্রতিভা ছিল যে অল্প সময়ের মধ্যেই তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেন। একটা সময় এই মনোজ তিওয়ারির সাইকেল কেনার অব্দি সমর্থ্য ছিল না। আজ সেই তারকা তার ছোটবেলার সমস্ত স্বপ্নপূরণ করে সাফল্যের পথে এগিয়ে চলছেন।

Related Articles

Back to top button