রানাঘাটের রানু ওরফে রানু মন্ডল নামটা এখন সকলের পরিচিত। কিছুদিন আগে পর্যন্ত তিনি একজন ভবঘুরে ছিলেন। রানাঘাট স্টেশনে গান গেয়ে পেট চালাত। এখন রাতারাতি তিনি একজন সেলিব্রেটি হয়ে গেছেন। রানু মণ্ডলের ‘তেরি মেরি কাহানি’ গানটি এখন ভাইরাল নেট দুনিয়ায়। এখন সাফল্যের উড়ান ক্রমশ ঊর্ধ্বমুখী রানাঘাটের রানু মণ্ডলের। সম্প্রতি তার ম্যানেজার অতিন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, এ আর রহমানের অফিস থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সম্ভাবত তার সঙ্গে গান করতে চলেছে রানু মন্ডল। অতিন্দ্র এও জানিয়েছে, রানুর সঙ্গে গান করার জন্য সোনু নিগম নিজে ইচ্ছা প্রকাশ করেছেন।