এবছর জি টিভিতে ‘সারেগামাপা’-র চলতি সিজনে বাঙালি প্রতিযোগীর সংখ্যা দেখার মতো। স্নিগ্ধজিৎ,কিঞ্জল, নীলাঞ্জন, দীপাঞ্জন সবচেয়ে বেশি নজর কাড়ছেন অনন্যা চক্রবর্তী । তবে এদের মধতে একতারা হাতে সর্বভারতীয় মঞ্চে বাউল গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বঙ্গ তনয়া অনন্যা। এখন এই গানের প্রতিযোগিতার বাংলা থেকে দূরে থাকলেও বাঙালি নিজের সংস্কৃতি ভুলে থাকতে পারেননি এই সঙ্গীতশিল্পী। তাই জাতীয় মঞ্চেও বাংলা গান গেয়েই বাজিমাত করছেন বজবজের কন্যা অনন্যা চক্রবর্তী। বাংলা গানের ফোল মিউজিকেরপরিচিত মুখ অনন্যা। একতারা হাতে অনন্যার বাউল গান মুগ্ধ করেছে সকল বাঙালি সঙ্গীতপ্রেমীদের। এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছিলেন অনন্যা। এবার জাতীয় টেলিভিশনের স্টেজ কাঁপাচ্ছেন এই বাঙালি গায়িকা। রবিবার গ্র্যান্ড প্রিমিয়ারে অনন্যার গান ফের মুগ্ধ করল তিন বিচারক বিশাল শেখর, শংকর মহাদেবন, আর হিমেশ রেশমিয়াদের।
এদিন শুধু গানে গানে নয়, নিজের নতুন লুকেও বিচারকদের পুরোপুরিচমকে দিয়েছিলেন অনন্যা। এদিন নীল গাউন, কোমরে সোনালি বেল্ট পড়ে পুরো রকস্টার অনন্যা। এদিন বেশ অন্যরকম অবকারে পাওয়া গেল সুন্দরী গায়িকাকে। প্রথমে অডিশন রাউন্ডে বোহেমিয়ান লুকে ধরা দিয়েছিলেন বঙ্গ তনয়া। এমনকি চূড়ান্ত বাছাই পর্বে শাড়ি পরে মঞ্চ কাঁপিয়েছিলেন এবার সোজা ওয়েস্টার্ন গাউন!
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
এদিনও অনন্যার মিষ্টি গলায় শোনা গেল জনপ্রিয় বাংলা গান। রবি ঠাকুরের ‘একলা চলো রে’-র কয়েক কলি সুন্দর করে উপস্থাপন করলেন অনন্যা, এরপর শুরু করলেন ‘গুণ্ডে’ ছবির ‘তু নে মারি এন্ট্রি’ গানটি। শুধু বাউল গানই নয়, মেনস্ট্রিম বলিউড ছবির গানও দক্ষতার সাথে অবলীলায় গেয়ে ফেলতে পারেন অনন্যা তা ফের প্রমাণ করে দিলেন এই গায়িকা।
শুধু দর্শকই নয়, অনন্যার পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে বাংলার সংগীতমহলের অন্যান শিল্পীরাও। সম্প্রতি অনন্যার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে প্রশংসা করেছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। বাংলা সারেগামাপার এই বিচারক লেখেন- ‘তোমাকে নিয়ে গর্বিত রকস্টার’।