Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জম্মু-কাশ্মীরকে বিক্রি করে দেওয়া হয়েছে, বিস্ফোরক ওমর আব্দুল্লাহ

নয়াদিল্লি: ভূ-স্বর্গে মনোরম দৃশ্যে নিজের স্বপ্নের বাড়ি বানাতে চান? কিন্তু ভাবছেন জমি কী করে পাবেন? এবার থেকে আপনি চাইলেই জমি পেতে পারেন। কারণ, জম্মু-কাশ্মীর বা লাদাখে জমি এখন থেকে যে…

Avatar

নয়াদিল্লি: ভূ-স্বর্গে মনোরম দৃশ্যে নিজের স্বপ্নের বাড়ি বানাতে চান? কিন্তু ভাবছেন জমি কী করে পাবেন? এবার থেকে আপনি চাইলেই জমি পেতে পারেন। কারণ, জম্মু-কাশ্মীর বা লাদাখে জমি এখন থেকে যে কোনও ভারতীয় নাগরিকই কিনতে পারবে। এমনটাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আর তারপর থেকেই ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহর নিশানায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরকে বিক্রি করে দেওয়া হয়েছে।

এক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখে জমি কিনতে পারবে যে কোনও ভারতীয় নাগরিক। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন ২০২০ নামে নির্দেশিকা এখন থেকে বলবৎ হতে চলেছে। আগে জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হলেই সে রাজ্যে জমি কেনা যেত। কিন্তু এখন স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত তুলে নিল কেন্দ্রীয় সরকার।  তাই দেশের যে কোনও প্রান্তে বসেই আপনি চাইলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে জমি কিনে নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মঙ্গলবার এই প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে ওমর আবদুল্লাহ বলেন, ‘সস্তার রাজনীতি করার জন্য এসব করা হচ্ছে। জম্মু-কাশ্মীরের নতুন ভূমি আইন ভূ-স্বর্গের বাসিন্দাদের অধিকারে আঘাত হেনেছে। জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষদের স্বার্থের বিরুদ্ধে এই আইন। গরিব মানুষগুলোর হাতে এই আইন তৈরি করার ফলে আর কোনও জমি থাকবে না। কার্যত জম্মু-কাশ্মীর ও লাদাখকে বিক্রি করে দেওয়া হল। এতদিন কেন্দ্রীয় সরকার লাদাখের নির্বাচনের অপেক্ষা করছিল। ফল বের হতেই জম্মু-কাশ্মীর ও লাদাখকে নিলামে চড়িয়ে দিল।’ এভাবেই ওমর আব্দুল্লাহ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন।

About Author