Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হোলি বাম্পার অফার! মাত্র ১০,০০০ টাকা দিয়ে বাড়ি নিয়ে আসুন Hero Super Splendor Expect

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের…

Avatar

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো স্প্লেন্ডার। চাহিদার কথা মাথায় রেখে এই কোম্পানি সম্প্রতি বাজেট মূল্যের নতুন এটি মডেল লঞ্চ করেছে যার নাম Hero Super Splendor Expect।

হিরো কোম্পানির নতুন এই Hero Super Splendor Expect এ ১২৪.৭ সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুল ইঞ্জিন রয়েছে যা ১০.৮৪ ps পাওয়ার এবং ১০.৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকটির মাইলেজ প্রায় ৬৮ কিলোমিটার প্রতি লিটার। হোলির মরশুমে এই বাইকটিতে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিল। সামান্য ডাউন পেমেন্ট করেই আপনি বাড়িতে আনতে পারবেন এই ব্র্যান্ড নিউ বাইক। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দিল্লিতে এই Hero Super Splendor Expect বাইকের এক্স শোরুম মূল্য ৮৩,৬৩৮ টাকা। তবে রেজিস্ট্রেশন এবং আরটিও খরচ যোগ করে দিল্লিতে এই বাইকের অন রোড প্রাইস প্রায় ৯৬,৬৫৪ টাকা। আপনি এই বাইক মাত্র ১০,০০০ টাকা ডাউন পেমেন্ট করে বাড়িতে নিয়ে আসতে পারেন। এরপর ৩৬ মাসের জন্য আপনাকে প্রতিমাসে ৯.৭ শতাংশ সুদ হারে ২,৭৮৪ টাকা করে দিতে হবে। আপনি যদি একটি বাজেট মূল্যের বাইক কিনতে চান, তাহলে এই হোলি ডিলটি অবশ্যই কাজে লাগান।

About Author