Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Old Pension Scheme: মোদি সরকারের বড় ঘোষণা, পুরনো পেনশনের সুবিধা পাবেন এই কর্মচারীরা

সারাদেশে পুরনো পেনশন প্রকল্প চালু করার দাবি দীর্ঘদিন ধরে চলছে। ভারতের অনেক সরকারি কর্মচারী পুরনো নিয়মে পেনশন নিতে চান। তাই আপনাদের জন্য এখন রয়েছে একটা দারুন সুখবর। কেন্দ্রীয় সরকার এবারে…

Avatar

সারাদেশে পুরনো পেনশন প্রকল্প চালু করার দাবি দীর্ঘদিন ধরে চলছে। ভারতের অনেক সরকারি কর্মচারী পুরনো নিয়মে পেনশন নিতে চান। তাই আপনাদের জন্য এখন রয়েছে একটা দারুন সুখবর। কেন্দ্রীয় সরকার এবারে আপনাদের জন্য নিয়ে এসেছে পুরনো পেনশন স্কিম বেছে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। জানিয়ে রাখি মাত্র কয়েকজনই কিন্তু এই সুবিধা পাবেন। পুরনো পেনশন প্রকল্প নির্বাচন করার জন্য আপনার কাছে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত সময় রয়েছে। তবে এর থেকে উপকৃত হবেন মাত্র কয়েকজন কর্মচারী। সরকার জানিয়েছে এই পরিষেবার সদস্য তারাই হতে পারবেন যারা নির্দেশাবলী অনুযায়ী বিকল্প ব্যবহার করতে পারছেন। একই সময়ে যারা এই নির্ধারিত তারিখের মধ্যে পুরনো পেনশনের বিকল্প নির্বাচন করবেন না, তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নতুন পেনশন প্রকল্প চালু হয়ে যাবে।

তথ্য প্রদান করে DOPT জানিয়েছে, নির্দেশাবলী অনুযায়ী AIS যদি ১৯৯৮ এর অধীনে কভারেজের শর্ত পূরণ করে তাহলে এই আদেশ ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে। এখানে NPS একাউন্ট ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে বন্ধ হয়ে যাবে। এর সাথে পরিষেবার সদস্যরা AIS ১৯৫৮ এর নিয়মে ওল্ড পেনশন প্রকল্প নির্বাচন করতে পারবেন। এর পাশাপাশি এই লোকেদের GPF এর একজন সদস্য হতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এনপিএস বাস্তবায়নের তারিখের আগে নিয়োগের ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত সমস্ত ব্যক্তিদের কিন্তু NPS অথবা OPS পছন্দের বিকল্প নির্বাচন করতে হবে। পুরনো পেনশন প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই লোকেরাই পাবেন যারা এই প্রকল্প নির্বাচন করতে পারবেন। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং এর আধিকারিকরা বলছেন, পুরনো পেনশন প্রকল্প সম্পর্কে জানতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যাতে এই সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া হয়েছিল

About Author