Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোমবার থেকে রাস্তায় নামছে আরও ১০০০ ওলা-উবের, খুশি চালকেরা

সোমবার থেকে কলকাতায় চলবে আরও অ্যাপ ক্যাব। আজ থেকে কলকাতা সহ বাকি জেলাগুলির রাস্তায় নেমেছে অ্যাপ ক্যাব। ১৭৫ টি অ্যাপ ক্যাব নিয়ে পরিষেবা প্রদান শুরু হয়েছে। ওলা এবং উবের দুই…

Avatar

সোমবার থেকে কলকাতায় চলবে আরও অ্যাপ ক্যাব। আজ থেকে কলকাতা সহ বাকি জেলাগুলির রাস্তায় নেমেছে অ্যাপ ক্যাব। ১৭৫ টি অ্যাপ ক্যাব নিয়ে পরিষেবা প্রদান শুরু হয়েছে। ওলা এবং উবের দুই সংস্থায় পরিষেবা দেওয়া শুরু করেছে। আজ ১৭৫ টি অ্যাপ ক্যাব রাস্তায় নামলেও সোমবার থেকে আরও ১০০০ টি অ্যাপ ক্যাবকে রাস্তায় নামার অনুমতি দিলো পরিবহন দপ্তর। তবে পরিবহন দপ্তরের দেওয়া শর্ত মেনেই চালাতে হবে ক্যাব। কন্টেইনমেন্ট জোন গুলি ছাড়া সব জায়গাতেই মিলবে পরিষেবা। প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মিলবে পরিষেবা।

আজ দীর্ঘ ৫৩ দিন পর শহরে অ্যাপ ক্যাব চালানোর অনুমতি দিয়েছে পরিবহন দপ্তর। চালকরা দীর্ঘদিন ধরেই ক্যাব চালাতে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তবে সামাজিক দূরত্বের বিধি মেনেই চালানোর অনুমতি দেওয়া হয়েছে ক্যাব। একটি ক্যাবে দুইজনের বেশি যাত্রী উঠতে পারবেন না। যাত্রীদের মাস্ক এবং ফেস শিল্ড ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া চালককে গাড়ি পরিষ্কার রাখতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে, চালকের পাশের সিটে বসা যাবেনা, এমন বেশ কয়েকটি নিয়ম মেনেই চালাতে হবে অ্যাপ ক্যাব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, যারা হাসপাতালে ডায়ালিসিস করতে যাবেন, বা রেডিওথেরাপির জন্য যাবেন তাদের কথা মাথাই রেখেই চালু করা হয়েছে অ্যাপ ক্যাব। এদিকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সোমবার থেকেই রাস্তায় নামবে বাস, ট্যাক্সি। তবে বাস বা ট্যাক্সিতে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবেনা। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও পুরাতন ভাড়াতেই চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

About Author