Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tata Nano ইভি-কে টেক্কা দেবে OLA এর এই ইলেকট্রিক গাড়ি, কনসেপ্ট ছবি ভাইরাল ইন্টারনেটে

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই…

Avatar

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও। ইলেকট্রিক যানবাহনের বাজারে এবার বিপ্লব এনেছে Ola কোম্পানি। তাদের ইলেকট্রিক স্কুটার নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এবার সেই জনপ্রিয়তার ধারা বজায় রেখেই কিছুদিন আগে কোম্পানি ঘোষণা করেছিল যে তারা এবার আনতে চলেছে ইলেকট্রিক গাড়ি। এর আগে গাড়ির কিছু টিজার ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। তবে সম্প্রতি আবার ওলা ইলেকট্রিক গাড়ির কিছু কনসেপ্ট ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে যা দেখে ব্যাপক উৎসাহি হয়েছেন গ্রাহকরা।

প্রথম নজরে, Ola এর বৈদ্যুতিক গাড়ির নকশাটি টেসলা মডেল এস এবং মডেল ৩ এর সাথে খুব মিল দেখায়। গাড়ির হেডল্যাম্পগুলি বাম্পারের ঠিক উপরে রাখা হয়েছে। গাড়িটি একটি মসৃণ, অনুভূমিক ব্লক ডিজাইন দিয়ে তৈরি। গাড়ির হেডল্যাম্পগুলি এলইডি বারের সাথে কনসোল করা হয়েছে। এই বৈদ্যুতিক গাড়িটির ডিজাইনের কারণে অনেকেই এটিকে অনেক পছন্দ করছেন। Ola খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় বাজারে একটি শক্তিশালী কোম্পানি হয়ে উঠছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যান্য ইলেকট্রিক গাড়ির মতো এই OLA ইলেকট্রিক গাড়িতে গ্রিল ব্যবহার করা হয়নি। বরং উল্টোদিকে রয়েছে মসৃণ, এরোডায়নামিক প্যানেল। এটিতে একটি প্রচলিত সেডান সিলুয়েট রয়েছে যার পিছনে একটি কুপ ডিজাইন করা ছাদ লাইন রয়েছে। গাড়িতে গোলাকার ও মসৃণ বডি প্যানেল ব্যবহার করা হয়েছে বেশিরভাগ জায়গায়। গাড়ির লুক দেখে মনে করা হচ্ছে যে এতে প্রচুর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

About Author