Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী

2021 পড়তে না পড়তেই টলিটাউনের আনাচ-কানাচে শোনা যাচ্ছে খারাপ খবর। এবার সেই তালিকায় যুক্ত হল জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila sharma)-র নাম। সরস্বতী পুজোর আগের দিন শুটিংয়ের সময় ঐন্দ্রিলার…

Avatar

2021 পড়তে না পড়তেই টলিটাউনের আনাচ-কানাচে শোনা যাচ্ছে খারাপ খবর। এবার সেই তালিকায় যুক্ত হল জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila sharma)-র নাম। সরস্বতী পুজোর আগের দিন শুটিংয়ের সময় ঐন্দ্রিলার কাঁধে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। ফলে তাড়াতাড়ি শুটিং শেষ করে বাড়িতে ফিরে আসেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার দিদি পেশায় চিকিৎসক। দিদির পরামর্শ অনুযায়ী ঐন্দ্রিলা পেন কিলার খেলেও ব্যথা ক্রমশ সহ্যের বাইরে চলে যায়। এরপর চিকিৎসার জন্য দিল্লির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। সেখানে তাঁর বায়োপসি করে জানা যায়, ঐন্দ্রিলার ডানদিকের ফুসফুসে টিউমার হয়েছে। এই মুহূর্তে ঐন্দ্রিলার আরও কিছু শারীরিক পরীক্ষা করা হবে। তারপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন ঐন্দ্রিলার অস্ত্রোপচারের ব্যাপারে। ঐন্দ্রিলা সুস্থ হয়ে ওঠার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।

2005 সালে ক্লাস ইলেভেনে পড়ার সময় মাত্র সতেরো বছর বয়সে বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলার মেরুদন্ডে ক্যান্সার ধরা পড়েছিল। পিঠের কাছ শক্ত হয়ে যায়, হাঁটতে রীতিমত কষ্ট পাচ্ছিলেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার বাবাও ডাক্তার। তিনি দ্রুত মেয়ের শারীরিক পরীক্ষা করেন। জানা যায়, ঐন্দ্রিলা ‘টেন্টস’ নামক এক বিরল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সতেরো বছরের ঐন্দ্রিলা সেদিনও ভেঙে পড়েননি। সেই সময় ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয়েছিল নয়াদিল্লীর এইমসে। দেড় বছর ধরে ষোলটি কেমো ও তেত্রিশটি রেডিয়েশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা। সুস্থ হওয়ার পর বি.টেক পাশ করে অভিনয়জগতে পা রাখেন ঐন্দ্রিলা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিভিন্ন সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ ফিল্মে জিৎ (jeet)-এর বোনের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন ঐন্দ্রিলা। এছাড়াও পরিচালক অমিত দাস(Amit Das)-এর আপকামিং ফিল্মে অভিনয় করবেন ঐন্দ্রিলা। আপাতত জনপ্রিয় ধারাবাহিক ‘জীয়নকাঠি’-তে  জাহ্নবীর  চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন তাঁর অনুরাগী ও শুভানুধ‍্যায়ীরা।

About Author