দিন দিন তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসস্তির কারণ হয়ে দাড়িয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ ওঠানামা করছে। তার ফলে রোজই বদল হচ্ছে ঘোরয়া বাজারে তেলের দাম। আজ বুধবার, পেট্রোলের দাম গতকাল মঙ্গলবারের থেকে ২৫ পয়সা বেড়েছে এবং ডিজেলের দাম বেড়েছে ২৪ পয়সা।
দেখে নিন, আজকের(১৮ ই সেপ্টেম্বর) তেলের দাম:-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowডিজেল: ৬৮.২৩ টাকা প্রতি লিটার
পেট্রোল:৭৫.১৪ টাকা প্রতি লিটার