Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাষ্ট্রপতি ভবনে হানা করোনা ভাইরাসের, আতঙ্কে আধিকারিক-কর্মচারীরা

কোভিড ১৯-এর আতঙ্ক এবার ঢুকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনেও। রাষ্ট্রপতি ভবনের চৌহদ্দির মধ্যে ধরা পড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। যার জেরে ইতিমধ্যে প্রায় ১০০ জন আধিকারিক ও কর্মচারীকে পাঠানো হল কোয়ারান্টিনে।…

Avatar

কোভিড ১৯-এর আতঙ্ক এবার ঢুকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনেও। রাষ্ট্রপতি ভবনের চৌহদ্দির মধ্যে ধরা পড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। যার জেরে ইতিমধ্যে প্রায় ১০০ জন আধিকারিক ও কর্মচারীকে পাঠানো হল কোয়ারান্টিনে। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক সাফাইকর্মীর শরীরে করোনা ভাইরাসের ইতিবাচক সংক্রমণ ধরা পড়ে দিন চারেক আগে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় রাষ্ট্রপতি ভবনে। আতঙ্কিত হয়ে পড়েন আধিকারিকরা।

রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, সচিব পদাধিকারী ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রপতি ভবনের সমস্ত সাফাইকর্মীকে দিল্লির সরকারি কোয়ারান্টিন সেন্টারে পাঠানো হয়েছে। আগামী ১৪ তাদের কোয়ারান্টিনে রাখা হবে। দফায় দফায় করা হবে নমুনা পরীক্ষা। তবে প্রাথমিক ভাবে কিছুটা হলেও স্বস্তি দিয়ে আধিকারিকদের নমুনা পরীক্ষার রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত আধিকারিকদের শরীরের নমুনা পরীক্ষায় নেতিবাচক ফল এসেছে। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে রাষ্ট্রপতি ভবনকে। তবে বাকী সাফাইকর্মীদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ১৮,৬০১ জন আক্রান্ত হয়েছেন। তবে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও নেহাতই কম নয়। গত ২৪ ঘন্টায় দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭০৪ জন। যা আশার আলো দেখাচ্ছে দেশবাসীকে।

About Author