শীতকালে বাইরের আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে মানুষ গাড়িতে চড়তে একটু বেশি পছন্দ করেন। বিশেষ করে চাকরিজীবীরা শীতকালে গাড়িকেই তাদের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করেন। তবে অনেকেই গাড়ির দাম বেশি হওয়ার জন্য গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন না। তাদের জন্য এবারে এসে গেল একটা দারুণ সুখবর। এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার ভারতে বেশ ভালো। বিশেষ করে জনপ্রিয় গাড়ি মারুতি alto 800 এর সেকেন্ড হ্যান্ড মডেল আজকাল খুব সস্তায় আপনি পেয়ে যাবেন।
নতুন মডেলের মারুতি অল্টো ৮০০ যদি আপনাকে কিনতে হয় তাহলে কিন্তু আপনাকে সাড়ে তিন থেকে সওয়া পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে। তবে সেকেন্ড হ্যান্ড মডেল আপনি দু লাখ টাকার মধ্যেই কিনতে পারবেন। অর্থাৎ বলতে গেলে অনেক কম খরচে আপনি গাড়ির মালিক হতে পারছেন। দেশের বিভিন্ন অটো ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলি এই সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে। আপনি তাদের থেকে খুব সস্তায় এই গাড়ি কিনতে পারবেন। গাড়ির মাইলেজ ব্রেক ইঞ্জিন চেসিস ইত্যাদি ভালোভাবে আপনাকে দেখে নিতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযদি আপনি এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই এই গাড়ির পেপারস ভালো করে চেক করে নিতে হবে। এছাড়াও গাড়ির রং বডি এবং ইনটেরিয়ার ভালোভাবে দেখে নিতে হবে আপনাকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সহজেই এই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারেন। শীতকালে যদি আপনাকে সচ্ছন্দভাবে যে কোন জায়গায় যেতে হয় তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা ভালো বিকল্প। কম খরচে গাড়ির মালিক হতে চাইলে সেকেন্ড হ্যান্ড মডেল কেনার কথা বিবেচনা করা যেতেই পারে।