Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নেই অ্যাম্বুলেন্স, গর্ভবতী মহিলাকে ৩০ কিমি দূরের হাসপাতালে নিয়ে গেলেন উড়িষ্যার একদল চিকিৎসক

ফের সামনে এলো চিকিৎসকদের মানবিক মুখ। এক গর্ভবতী মহিলাকে স্ট্রেচারে করে নিয়ে ৩০ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে গেলেন উড়িষ্যার একদল তরুণ চিকিৎসক। পালস পোলিও কর্মসূচিতে মাওবাদী-প্রভাবিত মালকানগিরি জেলার প্রত্যন্ত গ্রামে…

Avatar

ফের সামনে এলো চিকিৎসকদের মানবিক মুখ। এক গর্ভবতী মহিলাকে স্ট্রেচারে করে নিয়ে ৩০ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে গেলেন উড়িষ্যার একদল তরুণ চিকিৎসক। পালস পোলিও কর্মসূচিতে মাওবাদী-প্রভাবিত মালকানগিরি জেলার প্রত্যন্ত গ্রামে যাওয়া এক তরুণ চিকিৎসক ও তার দল এক গর্ভবতী মহিলাকে ৩০ কিমি দূরের একটি সরকারি হাসপাতালে স্ট্রেচারে করে নিয়ে যান।

রবিবার মালকানগিরির কালিমেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক রাধেশ্যাম জেনা স্বাস্থ্যকর্মীদের সাথে পালস পোলিও টিকাদান কর্মসূচিতে কোদিডুলাগুন্দি গ্রামে যান, যেখানে গিয়ে তিনি জানতে পারেন যে একজন মহিলার প্রবল প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। তার একটি শিশু জন্ম হয়েছে কিন্তু আরও একটি শিশু আটকে আছে সাথে প্রবল রক্তক্ষরণ হচ্ছে। ওই এলাকায় কোনো রাস্তা না থাকায় তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আপনরা যত পারেন প্রতিবাদ করুন, CAA নিয়ে পিছু হটছে না সরকার : অমিত শাহ

এরপরই ড. জেনা সিদ্ধান্ত নেন ওই মহিলাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার। সেইমতো তিনি আর তাঁর দল একটি স্ট্রেচারে করে বেলা ১২ টায় কালিমেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন এবং রাত ৮ টায় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান। সেখানে ওই মহিলা আর একটি গর্ভজাত সন্তান প্রসব করেন। বর্তমানে মহিলার এবং তার দুই শিশুর স্বাস্থ্য ভালো আছে বলে জানা গেছে।

About Author