Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার Hardik Pandya

অবশেষে সমস্ত জল্পনা সত্যি হল টিম ইন্ডিয়ার। চোটের কারণে চলমানরত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া! ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য প্রকাশ করা…

Avatar

অবশেষে সমস্ত জল্পনা সত্যি হল টিম ইন্ডিয়ার। চোটের কারণে চলমানরত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া! ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ডান পায়ের গোড়ালিতে চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকে হার্দিক পান্ডিয়াকে সরে দাঁড়াতে হয়েছে। তার বদলে ভারতীয় শিবিরে ইতিমধ্যে প্রসিদ্ধ কৃষ্ণের নাম ঘোষণা করা হয়েছে।

আমরা আপনাদের বলে রাখি, শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, “আমরা প্রতিমুহূর্তে হার্দিক পান্ডিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছি। প্রত্যাশমত তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে আমরা তাকে বিশেষ মুহূর্তে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দলে ফিরে পেতে চাই। হার্দিক পান্ডিয়া আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। সে কারণে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করবো। চোটের আজ শ্রীলংকার বিপক্ষে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স পাবে না টিম ইন্ডিয়া।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে দুশ্চিন্তায় পড়েছেন ক্রিকেটপ্রেমীরা।বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলেও দলে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি সেমিফাইনাল এবং ফাইনালে টিম ইন্ডিয়ার জন্য একটি একটি বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। আমরা আপনাদের বলে রাখি, হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে দলে জায়গা পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণ সবে মাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে দেশে ফিরেছেন। যদি ওয়ানডে ক্রিকেটে প্রসিদ্ধ কৃষ্ণের রেকর্ড সম্পর্কে বলি, তবে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ২৯টি উইকেট নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯শে অক্টোবর পুনের গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের গোড়ালিতে গভীর চোট পান ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যার পরিপ্রেক্ষিতে নিজের ব্যক্তিগত প্রথম ওভার শেষ না করেই মাঠের বাইরে যান তিনি। যদিও ঐ ম্যাচে আর মাঠে প্রত্যাবর্তন করেননি হার্দিক পান্ডিয়া। উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়ার পর বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চিকিৎসরত রয়েছেন ভারতের এই তারকা অলরাউন্ডার।

About Author