Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইভি কোম্পানির ঝড়ো গতিতে বৃদ্ধি, এবার খুলবে 20টি নতুন এই কোম্পানির শোরুম

দেশে ইলেকট্রিক টু-হুইলার মার্কেট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে নামছে বেঙ্গালুরু-ভিত্তিক ইভি কোম্পানি ওবেন ইলেকট্রিক (Oben Electric)। কোম্পানির লক্ষ্য, চলতি অর্থবর্ষেই দিল্লি-এনসিআরে ২০টির বেশি শোরুম…

Avatar

দেশে ইলেকট্রিক টু-হুইলার মার্কেট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে নামছে বেঙ্গালুরু-ভিত্তিক ইভি কোম্পানি ওবেন ইলেকট্রিক (Oben Electric)। কোম্পানির লক্ষ্য, চলতি অর্থবর্ষেই দিল্লি-এনসিআরে ২০টির বেশি শোরুম খোলা এবং পুরো উত্তর ভারতে ৭০টিরও বেশি শোরুম চালু করা।

উত্তর ভারতে নজর

বর্তমানে ওবেন ইলেকট্রিক ৫টি রাজ্যে মোট ১৮টি শোরুম পরিচালনা করছে। কোম্পানির সর্বাধিক বিক্রি উত্তর ভারত থেকেই হয়, তাই ব্যবসা বাড়ানোর পরিকল্পনায় এই অঞ্চলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দিল্লি-এনসিআর, পঞ্জাব, রাজস্থান ও উত্তরপ্রদেশে ইতিমধ্যেই শোরুম চালু রয়েছে। বাড়তে থাকা ইভি ডিমান্ডই এই সম্প্রসারণের মূল চালিকা শক্তি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Rorr EZ Sigma: কোম্পানির হাই-ডিমান্ড মডেল

সম্প্রতি বাজারে আসা Rorr EZ Sigma মোটরবাইকই ওবেন ইলেকট্রিকের জনপ্রিয়তার মূল কারণ। প্রিমিয়াম কমিউটার সেগমেন্টে এই মডেলটি দারুণ সাড়া ফেলেছে, বিশেষ করে প্রতিদিন যাতায়াত করা রাইডারদের মধ্যে।

  • এর দাম শুরু হয়েছে ১.২৭ লাখ থেকে।

  • দুটি ব্যাটারি অপশন রয়েছে—৩.৪ kWh ও ৪.৪ kWh।

  • একবার চার্জে সর্বাধিক ১৭৫ কিমি পর্যন্ত রেঞ্জ মেলে।

  • তিনটি রাইডিং মোড—Eco, City ও Havoc।

  • সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯৫ কিমি।

কোম্পানি দাবি করছে, তাদের পেটেন্টেড LFP ব্যাটারি টেকনোলজি ৫০% বেশি হিট রেসিস্ট্যান্স এবং দ্বিগুণ লাইফ সাইকেল দিচ্ছে, যা ভারতীয় আবহাওয়ার জন্য বিশেষ উপযোগী।

নতুন ফিচার ও ডিজাইন

Rorr EZ Sigma-তে যোগ হয়েছে একাধিক ইউজার-ফ্রেন্ডলি ফিচার—

  • রিভার্স মোড, যা পার্কিং বা তীব্র ভিড়ে সহজে বাইক ঘোরাতে সাহায্য করে।

  • ৫-ইঞ্চি TFT কালার ডিসপ্লে—নেভিগেশন, ট্রিপ মিটার, কল, মেসেজ ও মিউজিক অ্যালার্টের সুবিধা।

  • নতুন ডিজাইনের সিট, যা আরও আরামদায়ক।

  • নতুন ইলেকট্রিক রেড কালার ভ্যারিয়েন্ট।

  • মাত্র ২,৯৯৯ টাকায় অনলাইন বুকিং শুরু।

কেন এই সম্প্রসারণ গুরুত্বপূর্ণ

ওবেন ইলেকট্রিকের মতে, উত্তর ভারতে তাদের সবচেয়ে বড় গ্রাহক বেস রয়েছে। তাই এখানে দ্রুত সম্প্রসারণ করলে বিক্রি বাড়বে এবং প্রিমিয়াম ইভি সেগমেন্টে প্রতিযোগিতা করার সুযোগও মিলবে। সংস্থার দীর্ঘমেয়াদি লক্ষ্য হল, ভারতের সব বড় শহরে একটি শক্তিশালী ইভি নেটওয়ার্ক গড়ে তোলা।

About Author