পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ ১৯ বছর বয়সী নাইসা। বর্তমানে একাধিক বোল্ড ফটোশুটেও দেখা মেলে কাজল কন্যার। সম্প্রতি তারই আরো এক ঝলক ভাইরাল হয়েছে। এই ঝলকে নাইসাকে ডিজাইনার মেরুন লেহেঙ্গায় দেখা গিয়েছে। খোলা চুল, নুড গ্লসি মেকাপ নিয়েছিলেন তিনি। এই ট্রাডিশনাল পোশাকে তার ক্লিভেজ ছিল দৃশ্যমান। ঠোঁটে বজায় রেখেছিলেন প্রাণবন্ত হাসিও। আর সেই হাসি দেখেই একাংশের মত, তাকে এই সাজে একেবারেই তার মায়ের মত লাগছে। বলাই বাহুল্য, কাজল কন্যার এই সাম্প্রতিক লুক যে পছন্দ হয়েছে তার ভক্তমহলের, সেকথা আর আলাদাভাবে বলার নয়। আপাতত, নিজের সাম্প্রতিক ফটোশুটের ঝলকের সূত্র ধরেই চর্চিত নাইসা।
Nysa: নাইসা দেবগনের নতুন ছবি ইন্টারনেটে আগুন লাগিয়েছে, মোহনীয় স্টাইল দেখে ভক্তরা পাগল
অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের…

আরও পড়ুন