Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nusrat-Yash: প্রিয়জনকে হারালেন যশ-নুসরত! প্রার্থনা শোকে পাথর অভিনেতা-অভিনেত্রী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। নিজেদের সম্পর্কের শুরুর সময় থেকেই তারা মিডিয়ার পাতায় চর্চিত। জানা গেছে, এই মুহূর্তে চূড়ান্ত মনোকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি।…

Avatar

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। নিজেদের সম্পর্কের শুরুর সময় থেকেই তারা মিডিয়ার পাতায় চর্চিত। জানা গেছে, এই মুহূর্তে চূড়ান্ত মনোকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। সন্তানহারা হয়েছেন যশ-নুসরাত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের মনের অবস্থাও শেয়ার করে নিয়েছেন তারা। তার সাথে শেয়ার করেছেন একাধিক ছবিও। আপাতত, এই সদ্য সন্তানহারা বাবা-মাকে তাদের অগণিত ভক্তমহল নেটদুনিয়ার সূত্র ধরেই সমবেদনা জানাচ্ছেন।

যশ ও নুসরাতের সন্তান হারানোর এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তারা নিজেদের আদরের পোষ্য হ্যাপিকে হারিয়ে ফেলেছেন। তবে বয়স নাকি অসুস্থতার কারণে সে না ফেরার দেশে পাড়ি দিয়েছে! সেই সম্পর্কে কোনো তথ্য মেলেনি। অভিনেতা কিংবা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই হ্যাপির সাথে তাদের কাটানো একাধিক মুহূর্তের ঝলক নজরে আসবে। যারা শুরু থেকেই এই তারকা দম্পতিকে অনুসরণ করেন তারা জানবেন, ঈশানকে ছাড়াও তাদের আরো দুটি সন্তান ছিল হ্যাপি ও ব্রুয়াস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সম্প্রতি হ্যাপির না থাকা তাদের যে বেশ কষ্ট দিচ্ছে, সেকথা হ্যাপির সাথে কাটানো একাধিক মুহূর্তের ঝলক শেয়ার করে নিয়েই জানিয়েছেন অভিনেত্রী। সাথে রয়েছেন যশ দাশগুপ্তও। অভিনেতাও থেকে থেকেই তার হ্যাপির সাথে একাধিক ঝলক শেয়ার করে নিতেন, তার ঝলক রয়েছে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। উল্লেখ্য, মা হওয়ার পূর্বকালীন সময়ে হ্যাপির সাথে নিজের কাটানো একাধিক মুহূর্তের ঝলক শেয়ার করে নিতেন অভিনেত্রী নিজেও। আর সেই ঝলক দেখেই সেইসময়ে অনেকের মনে হয়েছিল অভিনেতার সাথেই সহবাসে রয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী লিখেছেন, তার অনুপস্থিতি তারা সবসময় অনুভব করতে পারছেন। এই সময়টা কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হলেও তারা চেষ্টা করছেন। পাশাপাশি অভিনেত্রী লিখেছেন, সে তাদের জীবনে ভালোবাসা ও পরিপূর্ণতা এনে দিয়েছিল শুরু থেকেই। তাকে যে সবসময় তারা মিস করবেন সেকথাও লিখে জানিয়েছেন তিনি। তার সাথে সাথে তাদের মনের বেশ কিছুটা জায়গাও সাথে করে নিয়ে চলে গিয়েছে হ্যাপি, একথাও উঠে এসেছে অভিনেত্রীর লেখায়। বাবা-মা হিসেবে তার প্রতি নিজেদের ভালোবাসা জাহির করার পাশাপাশি পরপারে তার সাথে আবারো দেখা হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

অভিনেত্রীর এই পোস্ট আবেগপ্রবণ করে তুলেছে নেটজনতার একাংশের পাশাপাশি তাদের ভক্তমহলকেও‌। আর এই খবর শুনে তারাও এই তারকা দম্পতিকে মনের জোর রেখে এই খারাপ সময় কাটিয়ে ওঠায় পরামর্শ দিচ্ছেন, জানাচ্ছেন সমবেদনাও।

About Author