Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খোলা সিল্কি চুল, কালো ব্লেজার, শাড়ি পরে বিদেশ মাত করলেন নুসরত, দেখুন ভাইরাল ছবি

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান রুহি জৈন এখন লন্ডনে রয়েছেন।লন্ডনের রাস্তায় তাঁর অসামান্য লুকে ভিডিও পোস্ট করার জন্য নুসরত এখন এমনিতেই খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ফটো ভাইরাল হয়েছে…

Avatar

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান রুহি জৈন এখন লন্ডনে রয়েছেন।লন্ডনের রাস্তায় তাঁর অসামান্য লুকে ভিডিও পোস্ট করার জন্য নুসরত এখন এমনিতেই খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ফটো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নুসরত লন্ডনের কোনো একটি বিশেষ জায়গায় বসে পোজ দেওয়ার ভঙ্গিতে রয়েছেন। তাঁর পরনে রয়েছে অফ হোয়াইট রঙ-এর শাড়ি,কালো ব্লেজার এবং পায়ে রয়েছে কালো স্নিকার্স। বরাবরের মতো তাঁর সিল্কি চুল খোলা রয়েছে। নুসরত হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে।তাঁর পোশাকের এই অভিনবত্ব নজর কেড়েছে নেটিজেনদের। তাঁর ব্যাকগ্রাউন্ডে লাল রঙের জানলা ছবিটি আরো সুন্দর করে তুলেছে।

সম্প্রতি পরিচালক সায়ন্তন ঘোষালের ফিল্মের শুটিং-এর জন্য নুসরত লন্ডন পাড়ি দিয়েছেন।এই ফিল্মে নুসরত ছাড়াও অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়,রুদ্রনীল ঘোষ।নুসরতের বিপরীতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। এই প্রথম নুসরত-গৌরব জুটি আসতে চলেছে ফিল্মের পর্দায়। তাঁদের অভিনীত চরিত্র দুটির নাম রুদ্রাণী ও প্রিয়ম।এই ছবির কাহিনী হলো অ্যাডভেঞ্চার -থ্রিলার।ফিল্মটি প্রযোজনা করছে এসকে মুভিজ। টলিউডে একসময় এসকে মুভিজ লঞ্চ করেছিল নুসরতকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

Sweater weather iz better weather ❄️ #sareelove #londoncalling #shoottime #swastiksanket #rudrani

A post shared by Nusrat (@nusratchirps) on

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে আরো কিছু ফটো পোস্ট করেছেন নুসরত,যাতে কখনো তাঁকে হলুদ রঙের শাড়ি ও ডিজাইনার ব্লাউজে দেখা গেছে।সেই ছবিতে তাঁর মুখে এসে পড়েছে পড়ন্ত সূর্যের ছটা।কখনো তাঁকে দেখা গেছে পালাজো-লং কুর্তিতে।কিন্তু শাড়ির সঙ্গে ব্লেজার ও স্নিকার্সের কম্বিনেশন সচরাচর দেখা যায় না।একসময় গায়িকা উষা উত্থুপ তাঁর পায়ের সমস্যার কারণে শাড়ির সাথে স্নিকার্স পরতেন।কখনো কখনো ভারতীয় টেনিস তারকারা শাড়ি ও স্নিকার্সের কম্বিনেশন পরেন।মনে করা হচ্ছে, বিভিন্ন স্তরের মহিলাদের কথা মাথায় রেখেই নুসরত এই ধরনের স্টাইল ট্রাই করেছেন।

 

About Author