Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর মাত্র তিন মাসের অপেক্ষা, সেপ্টেম্বরেই মা হচ্ছেন অভিনেত্রী নুসরত

বেশ কিছু ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। গত আট দিন ধরে অনেক জল্পনা তৈরী হয় সত্যি অভিনেত্রী অন্তঃসত্ত্বা কিনা। এখন সোশ্যাল মিডিয়া আর…

Avatar

By

বেশ কিছু ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। গত আট দিন ধরে অনেক জল্পনা তৈরী হয় সত্যি অভিনেত্রী অন্তঃসত্ত্বা কিনা। এখন সোশ্যাল মিডিয়া আর সংবাদমাধ্যম নুসরত ময়। সাংসদ-নায়িকার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত এখন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে৷ নুসরতের বিবাহিত সম্পর্কের টানাপোড়েন, মা হওয়া নিয়ে নিয়ে বিতর্ক-সমালোচনার অন্ত নেই। এবার এই বেবিবাম্পের ছবি। প্রতিদিন কোনো সিরিয়ালের নতুন এপিসোড সকলের সামনে আসছে।

তবে তিনি সত্যি অভিনেত্রী অন্তঃসত্ত্বা হন তাহলে সেই সন্তানের পিতৃপরিচয় কি? এই নিয়ে যখন কৌতূহল সকলের। আর কোনও জল্পনা নয়। সত্যি সত্যি মা হচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান। এই গু়ঞ্জনে স্ট্যাম্প পড়ে গেল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ছবিতে। শুক্রবার নেটমাধ্যমে ফাঁস হয়ে গেল নুসরতের প্রথম বেবি বাম্পের ছবি। ছবি স্পষ্ট বলে দিচ্ছে প্রেগন্যান্সির ট্রাইমেসটার বা দ্বিতীয় তিন মাস চলছে নুসরত জাহানের। আর নুসরতের কোলে নতুন অতিথি আসছে সেপ্টেম্বরের প্রথম মাসে। তবে এই সন্তানের জনক কে তার উত্তর এখনো মেলেনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নুসরত যে মা হচ্ছেন তা আর রহস্যের উন্মোচন আজ ঘটেছে। ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীর মাতৃত্বের আভা সকলেত প্রস্ফুটিত। এই ছবিতে নো মেক আপ লুকেও আরো সুন্দরী লাগলো অভিনেত্রীকে। ছবিতে দেখা গেল, নুসরতের পরনে স্লিভলেসগ লম্বা ঝুলের জামা। সাদা বড় কানে দুল, ঠোঁটে হালকা লিপস্টিক আর খোলা চুল। নায়িকার চোখমুখ জুড়ে যেন মাতৃত্বের ছোঁয়া। আর মুখে আসে এক বিস্তর হাসি। আর পাশে সঙ্গ দিচ্ছেন দুই অভিনেত্রী শ্রাবন্তী আর তনুশ্রী।

গত সপ্তাহেই নুসরত মেনে নেন তিনি এস ও এস কলকাতা সিনেমার অভিনেতা যশকে ডেট করেছেন। এরপরই জানা যায়, নুসরত নাকি অন্তঃসত্ত্বা। অন্যদিকে নিখিল সাফ জানান, গত সাত মাস ধরে নুসরতের সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই। এদিকে এখনো মুখ বন্ধ অভিনেতা যশের। তিনি ও বলেননি আগত সন্তানের বাবা তিনি কিনা? অন্যদিকে নিখিল তাঁর স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য আদালতে মামলা করলেন।

সাংসদ অভিনেত্রী নুসরত জাহান অস্বীকার করেছেন নিজের বিবাহিত জীবনকে। তিনি অকপটে জানিয়েছেন, তাঁর সঙ্গে শিল্পপতি নিখিল জৈনের বিয়ে কোনোদিন হয়নি। তারা লিভ-ইন রিলেশন শিপে ছিলেন। আর তাঁদের কোনোদিন রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। তাই লিভ ইন রিলেশনের তাই তাদের ডিভোর্সের কোন প্রশ্নই উঠছে না। তবে অভিনেত্রী নিজের বিয়ে নিয়ে যতই অস্বীকার করুক, সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে তাঁদের সোশ্যাল ম্যারেজের নানান প্রতিচ্ছবি।

About Author