Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nusrat Jahan: জিম থেকে বিনা মেকাপ লুকে ছবি শেয়ার করলেন নুসরাত, ছবি দেখে ঘাম ঝরছে ভক্তদের

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। 'শত্রু' ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি…

Avatar

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও একাধিক কাজ করেছেন তিনি। কোনো না কোনো কারণে তিনি চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই।

বর্তমানে অভিনেত্রী হিসেবে সোশ্যাল দুনিয়াতে কম অ্যাক্টিভ নন তিনি। প্রায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন তিনি। তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরাও। অভিনেত্রী হওয়ার পাশাপাশি বসিরহাটের সাংসদও তিনি। সেই দায়িত্ব দক্ষতার সাথে পালন করে চলেছেন নুসরাত। ছেলে, অভিনয় ও রাজনীতি সবটা একসাথে সামলানোর জন্য শারীরিকভাবে একেবারে ফিট তিনি। নিয়মিত শরীর চর্চাও করে থাকেন অভিনেত্রী। সম্প্রতি একেবারে জিম লুকে জিম থেকেই ছবি শেয়ার অভিনেত্রীর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে নুসরাত জাহানকে কালো রঙের একেবারে উপযুক্ত শরীরচর্চার পোশাকে দেখা গিয়েছে। সম্ভবত শরীরচর্চার শেষে বিশ্রামের সময় এই ছবি তুলেছেন তিনি। ছবিতে রোদ এসে পড়েছিল তার সারা শরীরে। সেই রোদে বিনা মেকাপ লুকে শরীরচর্চার পোশাকে যেন আরও গ্ল্যামারাস লাগছিল নুসরাতকে। তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। ঠোঁটে ছিল শান্তির হাসি। সব মিলিয়ে অভিনেত্রীর এই সাম্প্রতিক শরীরচর্চার লুক মন কেড়েছে নেটনাগরিকদের পাশাপাশি তার অগণিত ভক্তমহলের। তার ঝলক অবশ্য কমেন্টবক্সেই মিলবে।

About Author