Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হলুদ শাড়ি আর কালো স্লিভলেস ব্লাউজে বোল্ড লুকে নুসরাত, ভাইরাল ছবি

অতনু নন্দী লিখেছেন, "হলুদ শাড়ি, হলুদ শাড়ি//আয় না তোকে জড়িয়ে ধরি//থাকবি আমার হৃদয় মাঝে//হয়ে যে তুই স্বপ্নপরি"। ঠিক এই ভাবেই হলুদ শাড়ি আঁকড়ে ধরলেন নুসরাত জাহান। একেবারে বোল্ড লুকে সোশ্যাল…

Avatar

অতনু নন্দী লিখেছেন, “হলুদ শাড়ি, হলুদ শাড়ি//আয় না তোকে জড়িয়ে ধরি//থাকবি আমার হৃদয় মাঝে//হয়ে যে তুই স্বপ্নপরি”। ঠিক এই ভাবেই হলুদ শাড়ি আঁকড়ে ধরলেন নুসরাত জাহান। একেবারে বোল্ড লুকে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সদ্য করোনার গৃহবন্দী দশা কাটিয়ে আবারও ছেনা ছন্দে ফিরেছেন নুসরাত। সোশ্যাল মিডিয়ায় বরাবর একটিভ অভিনেত্রী। কখনো টিকটক-এর মত সোশ্যাল প্ল্যাটফর্মে হট পারফরম্যান্স তো কখনো ইন্সটাগ্রামে নিজের বোল্ড লুক বা মেকআপের হালকা ঝলক।

 

View this post on Instagram

 

??????#tuesdaythoughts ?@sandip3432 ? @bipradip_chakraborty ? @siladitya_dutta ? @sahababusona

A post shared by Nusrat (@nusratchirps) on

বর্তমানে অভিনেত্রী ব্যস্ত তাঁর নতুন সিনেমার শ্যুটিং নিয়ে। মিমি চক্রবর্তীর সঙ্গে একই স্ক্রিনে দেখা যাবে এই দুই সাংসদকে।এসওএস কলকাতা ছবির কাজ শুরু হয়েছে। শ্যুটিং শুরুর ভিডিও নিজের ইউটিউবে শেয়ার করেছেন মিমি ও নুসরাত। একদিকে বসিরহাট অন্যদিকে শ্যুটিং সব মিলিয়ে জমজমাট দিন উপভোগ করছেন নুসরাত জাহান।

হলুদ শাড়ি আর কালো স্লিভলেস ব্লাউজে বোল্ড লুকে নুসরাত, ভাইরাল ছবি

About Author