নুসরত ক্যাপশনে লিখেছেন ‘স্টাইল ফ্যাকাসে হলেও ফ্যাশন কিন্তু চিরাচরিত’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছেন নিজের উষ্ণ আবেদনপূর্ণ একের পর এক ছবি দিয়ে। সম্প্রতি মিমি-র সঙ্গে জুটি বেধে নামতে চলেছেন বড় পর্দায়। তারই শ্যুটিং চলছে কলকাতায়।
তবে নুসরতের এই ছক ভাঙ্গা সাজ মনে করিয়ে দেয় সারা আলি খানের নীল লিপস্টিকের কথা। সম্প্রতি সারা আলি খান আনলক ৪ এ সমুদ্র সৈকতে গিয়েছিলেন, ঠোঁট রাঙিয়ে ছিলেন নীল লিপস্টিকে। এদিকে বাংলার নুসরত সাজলেন ব্ল্যাক টপ, ব্ল্যাক গ্লসি প্যান্ট, ব্ল্যাক লিপস্টিক সবকিছু মিলিয়ে নুসরাতের ভিডিও পোস্ট দর্শকদের নজর কেড়েছে।