সম্প্রতি অভিনেত্রী-গায়িকা নুসরত ফারিয়া নিজের একটি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। এই ছবিতে তিনি জিমের পোশাক পরে রয়েছেন। মুখে রয়েছে অত্যাবশকীয় মাস্ক। নুসরত ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, নিজের সন্মন্ধে আপাতত তাঁর কোনো সন্দেহ নেই। নুসরতের এই ছবিটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। নুসরত ছবিটি আপলোড করার সাথে সাথে তা যথেষ্ট ভাইরাল হয়েছে। ছবিটিতে নুসরতের অনুরাগীরা কমেন্ট করে জানিয়েছেন, নুসরতের গান তাঁদের খুব ভালো লাগে। কিছুদিন আগে ইউটিউবে নুসরতের মিউজিক ভিডিও ‘আমি চাই তোমাকে’ মুক্তি পেয়েছে। মিউজিক ভিডিওটি ইউটিউবে আপলোড হবার সাথে সাথে তা যথেষ্ট ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই মিউজিক ভিডিও নুসরত ফারিয়া ও জনপ্রিয় শিল্পী মাস্টার ‘ডি’ একসঙ্গে গান গেয়েছেন এবং অভিনয় করেছেন। এসভিএফ মিউজিকের প্রযোজনায় তৈরী হয়েছে মিউজিক ভিডিওটি।
মূলত: বাংলাদেশের বাসিন্দা নুসরত ফারিয়া আরজে হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীকালে সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’-এ নুসরতের উপস্থাপনা তাঁকে জনপ্রিয় করে তোলে। এছাড়া নুসরত ফারিয়া ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ ফেয়ারনেস ক্যামেরা জন্য মডেলিং করেছেন। নুসরত ফারিয়া ‘ডোর’ নামে একটি ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএসকে মুভিজ-এর প্রযোজনায় ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরী বাংলা ফিল্ম ‘আশিকি’ র মাধ্যমে নুসরত ফারিয়া পা রাখেন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। জ্যাজ মাল্টিমিডিয়ার সঙ্গে নুসরত চুক্তিবদ্ধ ছিলেন। সেখান থেকেই এসকে মুভিজ নুসরতকে ‘আশিকি’র জন্য সিলেক্ট করেন। 2017 সালে ‘বস-2 : ব্যাক টু রুল’ ফিল্মের জন্য ‘আল্লাহ্ মেহেরবান’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করে জ্যাজ মাল্টিমিডিয়া। এই মিউজিক ভিডিওয় নুসরত ফারিয়াকে খোলামেলা পোশাকে পারফর্ম করতে দেখা যায়। রমজান মাসে রিলিজ করা এই মিউজিক ভিডিও নিয়ে বাংলাদেশে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। মৌলবাদীরা বলেন, এই গানে আল্লাহ্-এর নামের অপমান করা হয়েছে। এমনকি নুসরত ফারিয়ার খোলামেলা পোশাক নিয়েও বিতর্কৈল ঝড় ওঠে। আদালতের নির্দেশে জ্যাজ মাল্টিমিডিয়া এই মিউজিক ভিডিওটি রিমুভ করে ‘ইয়ারা মেহেরবান’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করে।