টলিউডবিনোদন

নিখিল-নুসরত বিবাহে বিতর্ক! আরও বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী

Advertisement
Advertisement

নুসরত-নিখিল বিতর্কে একের পর এক মোড় চলেই এসেছে। এখন দুজন দুজনকে এক্কেবারে সহ্য করতে পারছেননা। এদিকে দুবছর আগে ২০১৯ সালে ১৯ শে জুন তুরস্কের বোদরুমে বেশ ধুমধাম করেই স্বপ্নের বিয়ে সারেন নুসরত জাহান ও নিখিল জৈন। কলকাতায় এসে এক পাঁচতারা হোটেলে রিসেপশনের ব্যবস্থা করেন নুসরত-নিখিল। এই বিয়েতে দুই পরিবার আর টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিয়ে সম্পন্ন করে নববধূ সাজে হাতে শাখা পলা আর মাথা ভর্তি সিঁদূর পড়ে পার্লামেন্টে শপথ গ্রহণ করেন। শপথ নেওয়ার পর একাধিক ছবি ছিল নিখিল জৈনের সাথে ভাইরাল হয়।

Advertisement
Advertisement

বিয়ের দুবছর হওয়ার আগে গত বছর ডিসেম্বর থেকে আলাদা থাকা শুরু করেন নুসরত আর নিখিল। বুধবার তিনি একটি বিবৃতি জারি করে তা প্রকাশ্যে এনেছেন। তিনি বলেন, আইন অনুযায়ী তিনি কোনোদিন বিবাহিতই নন। তুরস্কে তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি।ফলে এটা আইনত সিদ্ধ নয়।তাঁরা এতদিন লিভ ইন সম্পর্কে ছিলেন। এদিকে অভিনেত্রীর সাংসদ পত্রে লেখা তিনি নাকি বিবাহিত। তখনই নেটিজেনদের একাংশের প্রশ্ন তিনি যদি অবিবাহিত তাহলে এতদিন কি ছিল। এরপর নুসরতের এক একটি বিবাহিত চিহ্ন থাকা ছবি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই ভাইরাল হয়।

Advertisement

নুসরত আর নিখিলের এই তরজার মধ্যে গত কাল নুসরত আরো এক কাজ করে বসলেন। গত কাল নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তুরস্কের হওয়া বিয়ের নানান মুহূর্ত মুছে দিলেন। এমনকি রথযাত্রায় ইসকনের মন্দিরে নিখিল ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ভাইরাল হওয়া ছবিরও দেখা মিলল না। সুরুচির দুর্গাপুজোতে একসাথে ঢাক বাজানোর ছবি, রেড রোডে মায়ের প্রতিমার নিরঞ্জনের নানান ছবি উধাও। শুধুমাত্র হানিমুনে নিখিলের তুলে দেওয়া কয়েকটি ছবিই রেখেছেন নুসরত।

Advertisement
Advertisement

নুসরতের উত্তরের জবাবে নিখিল জৈন জানান, ‘তাঁর বিরুদ্ধে নুসরত যা অভিযোগ এনেছে তা শুনে খারাপ লাগল, মানুষ হিসাবে খারাপ লাগারই কথা, কিন্তু আমি ওঁর বিরুদ্ধে কিছু বলতে চাই না। যা হয়েছে তা সকলের সামনে ঘটেছে।’ বিয়ে হয়েছে কি হয়নি সেটা এবার আদালতই সিদ্ধান্ত নেবেন। তিনি আরো বলেন,  ‘যদি নুসরতের কাছে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে তো সেই প্রমাণ সামনে আনুক, আপনারাও দেখবেন, তিনিও দেখবেন। তবে তিনি এও বলেন যদি তিনি ভুল হতেন তাহলে নিজের থেকে আদালতে যেতেননা। সব তথ্য তিনি জমা দিয়েছেন বাকিটা আদালতই সিদ্ধান্ত নেবে।

Advertisement

Related Articles

Back to top button