১২ তারিখের পর থেকে রাজ-শুভশ্রীর জীবন একদম পাল্টে গেছে। এখন ছেলের সঙ্গেই অর্ধেক সময় কাটাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। কখনো ছেলেকে কোলে নিয়ে আদুরে আদুরে কথায় কলকাতা চেনাচ্ছেন রাজ তো কখনো পুজোয় ঠাকুর দেখানোর জন্য গল্প করছেন। কখনো মাসি ভালোবেসে চিঠি লিখছে ইউভানের উদ্দেশ্যে তো কখনো ক্যামেরার সামনে দাড়িয়ে পোজও দিয়ে দেয় রাজের আদরের ইউভান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে রাজ একটু রেগেই গেছেন। ইতিমধ্যেই ইউভানের নামে ফেক অ্যাকাউন্ট ‘ইউভান চকো’ নামে সোশ্যাল মিডিয়াতে এসেছে। রাজের এই ব্যপার একদম না পসন্দ।
অন্যদিকে তৈমুরের প্রচুর ফ্যানক্লাব আছে, এই মুহূর্তে ১০০ এরও বেশি ফ্যানক্লাব রয়েছে বলে খবর। অবশ্য, তৈমুরের জন্মের কয়েকদিনের মাথায় তৈরি হয়নি ওঁর ফ্যানক্লাব। কিন্তু ইউভানের জন্মের সঙ্গে সঙ্গেই ইতিউতি গজিয়ে উঠেছে ইউভান ফ্যানক্লাব।